- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ১০, ২০২২
অশান্ত ঢাকা।গোলাপবাগ থেকেই সাংসদ পদ ছাড়ার ঘোষণা বিএনপির সাত নেতার।

চিত্র: সংবাদ সংস্থা
পরিবেশ গণতন্ত্রের পরিপন্থী । এই অভিযোগেই বাংলাদেশের সংসদ থেকে পদত্যাগ করলেন বাংলাদেশের প্রধান বিরোধী দলের সাত সাংসদ । জাতীয় নির্বাচনের এক বছর আগে, সরকার বিরোধী আন্দোলনে ঝড় তুলতে বদ্ধ পরিকর বেগম খালেদার দল । সেই রেশ ধরেই, ঢাকায় শনিবার বিএনপির সমাবেশকে ঘিরে শহরে ছড়িয়ে ছিল উত্তেজনা ।
আজ ঢাকার গোলাপবাগে এই জন সমাবেশের আগে থেকেই শহরকে কঠিন নিরাপত্তা বলয়ে মুড়ে দিয়েছিল ঢাকা মহানগর পুলিশ । বাংলাদেশের রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় দেওয়া হয়েছে ব্যারিকেড । এমনকি ঢাকার নয়া পল্টনে, বিএনপির কেন্দ্রীয় দফতরের সামনেও ব্যারিকেড বসানো হয় । প্রসঙ্গত, তাদের দলীয় কার্যালয়ের কাছে সভা আয়োজনের অনুমতি দেয়নি ঢাকা পুলিশ । গত বুধবার, এই নিয়ে বিএনপি সমর্থকদের সঙ্গে খন্ডযুদ্ধও বাঁধে পুলিশের । পল্টন-সহ শহরের বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে খালেদা জিয়া সমর্থকদের সংঘর্ষ চলছে । তারপর থেকেই নিরাপত্তা আঁটোসাটো করতে মোতায়েন করা হয় বাড়তি পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন । ঢাকা মহানগর পুলিশের তরফে জানানো হয়েছে, নাশকতার আশঙ্কা থেকেই এই বাড়তি শতর্কতা ।
আগামী বছর বাংলাদেশের সংসদীয় নির্বাচন । সেই লক্ষ্যেই মাস কয়েক জুড়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সভা সমাবেশের আয়োজন শুরু করছে সে দেশের প্ৰধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি । ২০১৮ সালে,৩০ ডিসেম্বর ভারতের প্রতিবেশি এই দেশে অনুষ্ঠিত হয় শেষ সাধারণ নির্বাচন । সেই নির্বাচনে ঐক্যফ্রন্ট গড়ে নির্বাচনে অংশগ্রহন করেছিল বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি । খালেদা জিয়ার দলের ৬ নেতা, জনসমর্থনে সাংসদও নির্বাচিত হন । পরে মহিলাদের জন্য সংরক্ষিত একটি আসন পায় বিএনপি । প্রাথমিক ভাবে, নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তুলে, বাংলাদেশের সংসদে বিরোধী আসনে বসতে চাননি তাঁরা । পরে দলীয় সিদ্ধান্তে, শপথ অনুষ্ঠানে যোগ দেন এবং সাংসদ পদ গ্রহণ করেন । এবার সেই নির্বাচনের চার বছর পর সংসদ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল বেগম খালেদা জিয়ার দল । গোলাপবাগে শুক্রবারে জন সমাবেশ থেকে বিএনপি নেতারা ঘোষণা করেন দলীয় সিদ্ধান্তেই তাদের এই পদত্যাগ। পাশাপাশি তাঁরা বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের পার্লামেন্ট অবৈধ, সংসদে তাঁদের মত প্রকাশের অধিকারকে খর্ব হয়েছে । ইমেলের মাধ্যমেই প্রত্যেকের পদত্যাগ পত্র স্পিকারের কাছে তারা পাঠিছেন বলে, সভামঞ্চ থেকে ঘোষণা করেন বিনপির নেতারা ।
❤ Support Us