Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৭, ২০২৫

পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচে পিছিয়ে রাজ্যের সাত জেলা

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচে পিছিয়ে রাজ্যের সাত জেলা

রাজ্যের গ্রামীণ এলাকা উন্নয়নে পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করতে পারল না রাজ্যের একাধিক জেলা ।

রাজ্যের গ্রামীন উন্নয়নের খাতেই বরাদ্দ হয় অর্থ কমিশনের টাকা । জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে খরচ হয় ওই বরাদ্দ । ২০২১-২১ থেকে ২০২৫-২৬ সালের মধ্যে ওই বরাদ্দ খরচ হওয়ার কথা । মোট চারটি কিস্তিতে এই খাতে টাকা পেয়েছে রাজ্য । যারমধ্যে জেলা পরিষদ ও পঞ্চায়েত সিমিতির জন্য ১৫% করে এবং, গ্রাম পঞ্চায়েতের জন্য যথাক্রমে ৭০% টাকা বরাদ্দ করা হয় । মূলত গ্রামীন রাস্তা নির্মাণ , রক্ষণাবেক্ষণ, সৌরআলোক স্তম্ভ নির্মাণ, স্যানিটেশন, পানীয় জলের সরবারহ, ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য বরাদ্দ করা হয় ।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের একাধিক জেলা অর্থ কমিশনের ১১২১ কোটি ৭২ লক্ষ টাকা খরত করতে পারেনি ।গ্রামীন উন্নয়ণে জন্য বরাদ্দ খরচে রাজ্যের সাতটি জেলা যেমন পিছিয়ে, তেমনি দার্জিলিং, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান তাদের বরাদ্দ টাকার বেশিরভাগই খরচ করতে পেরেছে ।

বরাদ্দ টাকার সবথেকে কম খরচ হয়েছে দক্ষিণ চবিবশ পরগণায় । পঞ্চদশ অর্থ কমিশনের ৫০ শতাংশ টাকাও তারা খরচ করতে পারেনি । গ্রামীন উন্নয়ণ খাতের সেই তহবিলে পরে রয়েছে মোট ১৭১ কোটি ৪৬ লক্ষ টাকা । মুর্শিদাবাদে পড়ে রয়েছে ১৪৪ কোটি ২১ লক্ষ টাকা । মালদায় এই খাতে খরচ হয়নি ৯৬ কোটি ২৯ লক্ষ টাকা, উত্তর চবিবশ পরগণায় ৮৭ কোটি ৬০ লক্ষ টাকা খরচ হয়নি ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!