Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • জানুয়ারি ১৮, ২০২৩

পালটে গেল শাহবাজের ঘোষিত অভিমুখ! পিএম অফিসের ব্যাখ্যা, কাশ্মীরের অপহৃত মর্যাদা ফেরালে তবে দিল্লির সঙ্গে কথা।

আরম্ভ ওয়েব ডেস্ক
পালটে গেল শাহবাজের ঘোষিত অভিমুখ! পিএম অফিসের  ব্যাখ্যা, কাশ্মীরের অপহৃত মর্যাদা ফেরালে তবে দিল্লির সঙ্গে কথা।

রাতারাতি বিবৃতি বদলে গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। রেডিও পাকিস্তানের সাইটে বলা হয়েছে, একমাত্র কাশ্মীরে ৩৭০ ধারা ফিরিয়ে আনা হলেই তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে বসবেন শাহবাজ শরিফ। সম্ভবত চাপে পড়েই শাহবাজের বক্তব্য পালটে দিল শাহবাজের দফতর।
সোমবার শাহবাজ আরব টিভি আল আরবিয়াকে বলেছিলেন, কাশ্মীরের জ্বলন্ত ইস্যু নিয়ে তিনি ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তিনি একথাও স্বীকার করেছেন, তিন তিনটে যুদ্ধ করেও সুবিধা হয়নি। কাশ্মীর কাশ্মীরেই আছে। পাকিস্তানের অনেক শিক্ষা হয়েছে । এবার নতুন করে ভাবতে হবে। দুদেশকে বৈঠকে বসতে হবে। যুদ্ধ নয়, চাই শান্তিপূর্ণ , প্রতিবেশীসুলভ সহাবস্থান। ভারত কোনও প্রতিক্রিয়া ব্যক্ত করেনি। শাহবাজের শান্তির বার্তা সম্প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই সরকারি রেডিও ঘোষণা করল, জম্মু কাশ্মীরের স্টেটাস না ফেরানো পর্যন্ত ভারতের সঙ্গে আলোচনা সম্ভব নয়।
বোঝাই যাচ্ছে, শাহবাজ চাপের মুখে। আড়ালের নিয়ন্ত্রকরা কাশ্মীর ইস্যু আর ভারতের সঙ্গে বৈরিতা টিকিয়ে রাখতে চায়। এটাই তাদের অভীষ্ট। শাহবাজ তাদের হাতের পুতুল। তারা যা চাইবে যেভাবে চাইবে, প্রধানমন্ত্রীকে সে ভাবে সে ভাষায় কথা বলতে হবে। পাকিস্তানের অভ্যন্তরীণ সংকট তীব্র। পণ্যের দাম আকাশ ছোঁয়া। জাতীয় আয় কমতে কমতে একেবারে তলানিতে।রাজনৈতিক অস্থিরতার চেহারা প্রকট। ইমরান খান আগাম নির্বাচন দাবি করে যাচ্ছেন। পাঞ্জাব বিধান সভা বাতিল করা হয়েছে। সীমান্ত সংলগ্ন খাইবারও ভেঙ্গে দেওয়া হল। এরকম পরিস্থিতিতে, ভারতের সঙ্গেও আলোচনার প্রস্তাব দিয়ে আগুনে ঘি ঢেলে দিলেন শাহবাজ। ভারতের সঙ্গে তাঁর আলোচনা নির্দেশিত। তেমনি প্রস্তাব থেকে সরে যাওয়াও অনুশাসিত। আড়ালের কায়েমি শক্তির ইচ্ছায় নাচতে হচ্ছে। বলতে হচ্ছে নিয়ম বরদার শাসক দের। যাদের না আছে মেরুদণ্ড, না আছে জনসমর্থনের শক্তিশালী ভিত্‌।


  • Tags:

Read by: 94 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!