Advertisement
  • টে | ক | স | ই
  • ফেব্রুয়ারি ১০, ২০২২

স্মার্টফোনে আগুন। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সাবধানতা …

আরম্ভ ওয়েব ডেস্ক
স্মার্টফোনে আগুন। দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় সাবধানতা …

স্মার্টফোন ব্লাস্ট করে আগুন লেগে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে । এই ধরণের ঘটনা অনেক ক্ষেত্রেই ঘটে ইউজারের স্মার্টফোনের ভুল ব্যবহারের কারণে । এখন সব স্মার্টফোনেই রয়েছে হাই এমএএইচ ব্যাটারি এবং ফাস্ট চার্জের সুবিধা। খানিকটা এই কারণে স্মার্টফোন সুরক্ষার উদ্দেশে আরও সচেতন হওয়া প্রয়োজন । –

  • ডিভাইস ড্যামেজ অবস্থাতে ব্যাবহার না করা-

ডিভাইস পড়ে গিয়ে ক্র্যাক হওয়ার সঙ্গে সঙ্গে মোবাইল ব্যবহার করা উচিত নয় । ডিসপ্লের বডিতে জল ঢুকে গেলে ব্যাটারি তাড়াতাড়ি খারাপ হয়ে যায় । এই ধরণের ফোন ব্যবহার না করে সার্ভিস সেন্টারে দ্রুত নিয়ে যাওয়া উচিত ।

  • ডুপ্লিকেট চারজারের ব্যবহার করা উচিত নয়

সবসময় নিজের স্মার্টফোনের ডুপ্লিকেট চার্জার ব্যবহারের থেকে বিরত থাকতে হবে । স্মার্টফোনের সঙ্গে যে চার্জার দেওয়া হবে তাই ব্যবহার করা উচিত বা প্রয়োজনে ঐ ব্র্যান্ডের একই চার্জার কেনা উচিত ।

  • থার্ড পার্টি ব্যাটারি ব্যবহার থেকে বিরত থাকা-

সবসময় থার্ড পার্টি ব্যাটারির ব্যবহার থেকে বিরত থাকতে হবে । এই ধরনের ব্যাটারি ব্যবহারে মোবাইলের সেফটির ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে ।

  • স্মার্টফোন হিট আপ হয়ে গেলে তা ব্যবহার করবেন না-

স্মার্টফোনের হিট আপ হয়ে গেলে তা ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে । চার্জ খুলে একপাশে রেখে দিতে হবে ।

  • গাড়ির চার্জ অ্যাডাপ্টরের ব্যবহার থেকে বিরত থাকতে হবে-

গাড়িতে থাকা চার্জ অ্যাডাপ্টরের পরিবর্তে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ দিন স্মার্টফোনে। কেননা গাড়িতে থাকা বেশিরভাগ চার্জ অ্যাডাপ্টরই হয় থার্ড পার্টির । তাই এগুলি ব্যবহার না করাই উচিত।

  • কখনো মোবাইল ওভারচার্জ করবেন না-

মোবাইল কখনই ওভারচার্জ করা উচিত নয়। সারারাত চার্জ দিয়ে একশো পারসেন্ট করার তেমন দরকার নেই। নব্বই পারসেন্টের পরে চার্জ খুলে দিলে ডিভাইস ভালো থাকার সম্ভাবনা বেড়ে যায় ।

  • সূর্যের আলোর কাছাকাছি চার্জ দেবেন না-

স্মার্টফোনে চার্জ দেবার সময় সবসময় ডিভাইসকে ডিরেক্ট সানলাইট থেকে দূরে রাখবেন। যাতে হিট আপ না হয়।

  • স্মার্টফোনের অযাচিত প্রেশার দেবেন না, চার্জের সময়-

চার্জ হবার সময় স্মার্টফোনে এক্কেবারে অযাচিত প্রেশার দেওয়া চলবে না ।

  • এক্সটেনশন কট দিয়ে স্মার্টফোনে চার্জ দেবেন না-

এক্সটেনশন কট দিয়ে কখনই স্মার্টফোনে চার্জ দেওয়া চলবে না ।

  • লোকাল দোকানে ডিভাইস রিপেয়ার করবেন না-

কখনই লোকাল দোকানে স্মার্টফোন রিপেয়ার করবেন না, সবসময়েই সার্ভিস সেন্টারে যাবেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!