Advertisement
  • এই মুহূর্তে বৈষয়িক
  • সেপ্টেম্বর ১৫, ২০২৩

শীর্ঘই সৌরভের দ্বিতীয় ইস্পাত কারখানা হতে চলেছে রাজ্যে! মাদ্রিদে মমতাকে ধন্যবাদ জানিয়ে ঘোষণা মহারাজের

আরম্ভ ওয়েব ডেস্ক
শীর্ঘই সৌরভের দ্বিতীয় ইস্পাত কারখানা হতে চলেছে রাজ্যে! মাদ্রিদে মমতাকে ধন্যবাদ জানিয়ে ঘোষণা মহারাজের

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে শিল্পের জন্য লগ্নি আনার লক্ষ্যে এখন স্পেন সফরে রয়েছেন। মুখ্যমন্ত্রীর  সফরসঙ্গী সৌরভ গঙ্গোপাধ্যায় বুধবার লন্ডন থেকে মাদ্রিদ এসে পৌঁছেছিলেন। বৃহস্পতিবার বাণিজ্য সম্মেলনের মঞ্চে বক্তৃতা করতে গিয়ে সৌরভ জানান, “আমি শুধু খেলাজগতেরই ব্যক্তিত্ব নন, বাংলায় আমার ব্যবসা রয়েছে। প্রসারও ঘটাতে চাই সেই ব্যবসার। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যে মেদিনীপুরে আমার দ্বিতীয় ইস্পাত কারখানাটি তৈরি হতে চলেছে। অনেকেই হয়তো জানেন না, ২০০৭ সালে একটা ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে আমি যাত্রা শুরু করেছিলাম। এখন তৃতীয় স্টিল প্যান্ট তৈরি হচ্ছে। আগামী পাঁচ-ছ’মাসের মধ্যেই তা তৈরি হয়ে যাবে।’’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রথম ইস্পাত কারখানাটি তৈরি হয়েছে দুর্গাপুরে। তার পরেরটি বিহারের পটনায়। পরেরটি ফের বাংলায় হতে চলেছেন। সৌরভ জানান, ‘‘নতুন স্টিল প্ল্যান্টটি মেদিনীপুরে তৈরি হচ্ছে। ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে আমাকে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি, আগামী এক বছরের মধ্যেই তা চালু হয়ে যাবে।’’

সৌরভ  বলেন, “শুধু ক্রীড়া ক্ষেত্রেই নয়, বাংলায় শিল্পের প্রসার ঘটাতেও সচেষ্ট হয়েছে রাজ্য সরকার তথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি চিরকাল খেলাধুলো নিয়ে থাকলেও আমার পরিবার ব্যবসায়ী পরিবার। ৫০-৫৫ বছর আগে বাংলাতেই ছোট ব্যবসা শুরু করেছিলেন আমার ঠাকুরদা। রাজ্যের তরফে সেই সময় অনেক সমর্থন মিলেছিল। এই রাজ্য সব সময়েই ব্যবসার জন্য গোটা বিশ্বকে আমন্ত্রণ জানায়। সেই কারণেই আজ মুখ্যমন্ত্রী এই দেশে এসেছেন।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!