- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ২৫, ২০২৩
ধূপগুড়ির বিধায়কের শপথ নিয়ে নিরুত্তর রাজভবন। সোমবারই সময় চেয়ে রাজ্যপালকে চিঠি দিচ্ছেন শোভনদেব

ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ নিয়ে সোমবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি দিচ্ছেন রাজ্যের পরিষদীয়মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। প্রসঙ্গত রাজভবন শনিবার ধূপগুড়ির বিধায়কের শপথ গ্রহণের আয়োজন করেছিল। রাজ্যের পরিষদীয়মন্ত্রীর অভিযোগ,রাজ্যপাল তাঁকে এবং রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে কোনও কিছু জানাননি। এমন কি ধূপগুড়ির নবনির্বাচিত তৃণমূল বিধায়ক নিজেও শনিবার জানিয়েছিলেন, রাজভবন থেকে শপথ গ্রহণের বিষয়ে তাঁকে কিছু জানানো হয়নি। তৃণমূল বিধায়কের অভিযোগ, শপথ গ্রহণ না হওয়ায় তিনি যাদের ভোট জয়ী হয়েছে, সেই জনসাধারণকে তিনি পরিষেবা দিতে পারছেন না।
শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, সোমবার ১২টা নাগাদ তিনি ধূপগুড়ির উপনির্বাচনে জয়ী তৃণমূল বিধায়কের শপথ গ্রহণের ব্যবস্থা করার জন্য রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে চিঠি লিখবেন। বিশেষত শপথ গ্রহণ না হওয়ায় ধূপগুড়ির বিধায়ক কাজ করতে পারছেন না। তাই রাজ্য চাইছে, দ্রুত যাতে নির্মল চন্দ্র রায়ের শপথ গ্রহণ হতে পারে সেই বিষয়ে রাজ্য তৎপর।
এদিকে ধূপগুড়ির বিধায়ক এবং রাজ্যের পরিষদীয়মন্ত্রীর শপথ গ্রহণ না হওয়ায় কাজ করতে না পাড়ার কথার প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেছেন, ওনার যদি এত কাজ করার ইচ্ছে তাহলে রাজ্যপাল যখন তাঁকে শপথ নিতে ডাকলেন, তখন তিনি আসলেই পারতেন, সেটা না করে মিথ্যা এসব বলছেন কেন? রাজ্যপালের কি নির্বাচিত বিধায়ককে ডেকে শপথ গ্রহণ করানোর অধিকার নেই?
❤ Support Us