- দে । শ বৈষয়িক
- অক্টোবর ৭, ২০২৩
১২ বছরে শিল্পে কত বিনিয়োগ রাজ্যে ? শ্বেতপত্র প্রকাশ করবে সরকার

গত ১২ বছরে রাজ্যের কোথায় কত টাকা বিনিয়োগ হয়েছে, বিদেশ থেকে কতটা বিনিয়োগ এসেছে, তা নিয়ে বার বারই রাজ্যের কাছে শ্বেতপত্র প্রকাশের দাবি করে আসছে বিরোধীরা।নবান্ন সূত্রের জানা যাচ্ছে, রাজ্যে ১২ বছরে শিল্প ও বিনিয়োগ নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে রাজ্য। শিল্প ও বিনিয়োগ নিয়ে এবার শ্বেতপত্র প্রকাশ করেছে রাজ্য সরকার।
শুধু স্পেন সফরে গিয়ে রাজ্যে কতটা বিনিয়োগ আনা সম্ভব হয়েছে শুধু সেটাই নয়। গত ১২ বছরে রাজ্যে কতটা বিনিয়োগ হয়েছে তার স্পষ্ট রিপোর্ট সাধারণ মানুষের কাছে এবার তুলে ধরা হতে পারে রাজ্যের তরফে। সেই মতো সরকারের একাধিক দফতরকে এক্ষেত্রে নির্দেশ দেওয়া হয়েছে। কোথায় কতটা বিনিয়োগ হয়েছে, কতটা পাইপলাইনে রয়েছে সবটা খতিয়ে দেখতে রাজ্য সরকারের বিভিন্ন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য প্রশাসনের শীর্ষ মহল থেকে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কর্মসংস্থান নিয়ে নানা বক্তব্য করেছেন বিভিন্ন সময়। এনিয়ে বিরোধীরা কম কটাক্ষের শেষ নেই। এবার কোথায় কত কর্মসংস্থান বাস্তবে হয়েছে তার খতিয়ানও তুলে ধরতে চাইছে রাজ্য সরকার। মোটের উপর বাম শাসনের অবসানের পর থেকে রাজ্যে শিল্পে কোথায় কতটা এগিয়েছে তার হিসাব পেশ করতে চাইছে সরকার। সেই নিরিখেই এবার নয়া উদ্যোগ।
তবে পুরো বিষয়টি নিয়ে প্রকৃত তথ্যের ভিত্তিতেই রাজ্য সরকার রিপোর্ট প্রকাশ করতে চাইছে। কারণ এই রিপোর্টে কোনও ত্রুটি থাকলে পরবর্তী সময় বিরোধীরা আবারও সরকারের সমালোচনায় মুখর হবে। সেই কারণে রাজ্যে ১২ বছরে শিল্প, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে তথ্য প্রস্তুত করছে রাজ্যের সংশ্লিষ্ট দফতর। এই রিপোর্ট তৈরিতে যাতে কোথাও যাতে কোনও ত্রুটি না থাকে সেটা যাচাই করেই চূড়ান্ত রিপোর্ট শ্বেতপত্র রূপে প্রকাশ করবে রাজ্য সরকার।
আগামী নভেম্বরে রাজ্যে ফের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন বসতে চলেছে। এবার স্পেন সফরে গিয়ে মুখ্যমন্ত্রী জনে জনে সেই সম্মেলনে উপস্থিত থাকার জন্য বিশ্বের তাবড় শিল্পদ্যোগীদের আমন্ত্রণ করে এসেছেন। তার আগে এই শ্বেতপত্র যদি প্রকাশিত হয় তবে তা অস্বস্তি বাড়াতে পারে বিরোধীদের। কারণ বিরোধীরা এতদিন এটাই চেয়েছিলেন। সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে এটা হবে বিরোধীদের প্রশ্নের একটা বড় জবাব। রাজ্যের শিল্পক্ষেত্রে ও বিনিয়োগ ক্ষেত্রে কতটা এগিয়ে রয়েছে সরকার সেটাও জনতার সামনে পরিষ্কার হয়ে যাবে। তবে বিরোধীরা বলছে, ১২ বছরে বিনিয়োগ এবং বিনিয়োগের প্রস্তাবের মধ্যে প্রভেদ আছে, সেটা যেন রাজ্যের শাসক দলের প্রকাশ করা শ্বেতপত্রে উল্লেখ করা হয়।
❤ Support Us