- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৩, ২০২৩
পদবি মামলায় রাহুলের জামিনের মেয়াদ বৃদ্ধি , আদালতে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব। শিশুসুলভ আচরণ, মন্তব্য বিজেপির

চিত্র: সংবাদ সংস্থা
মানহানির মামলায় রাহুল গান্ধী সাময়িক স্বস্তি পেলেন। সুরাটের দায়রা আদালতের রায়ে তাঁর জামিনের মেয়াদ বাড়ল। পরবর্তী শুনানি ১৩ এপ্রিল। তার আগে কংগ্রেস নেতার বিরুদ্ধে কোনো আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে না।
নিম্ন আদালতের রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ পাওয়ার জন্য উচ্চতর কোর্টের দ্বারস্থ হন রাহুল। তাঁর হয়ে আদালতে সওয়াল করেন আইনজীবী আরএস চিমা । রাজীব তনয় ছাড়াও আদালতে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ও কংগ্রেস শাসিত তিন রাজ্যরাজস্থান, ছত্তিসগঢ়, হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী– যথাক্রমে অশোক গহলৌত, ভূপেশ বঘেল এবং সুখবিন্দর সিংহ সুখু।
কংগ্রেসের নেতৃত্বকে নিয়ে আদলতে যাওয়ায় রাহুল গান্ধীর সমালোচনায় সরব হয়েছেন বিজেপি নেতারা। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু সোমবার সকালে টুইটারে লেখেন, এক জন অভিযুক্তকে উচ্চ আদালতে আবেদন জানানোর জন্য নিজেকে যেতে হয় না, যাওয়ার প্রয়োজনও পড়ে না। কিন্তু রাহুল গান্ধী বাচ্চাদের মতো দলবল নিয়ে ওখানে নাটক করতে গিয়েছেন।
‘ভারত জোড়ো যাত্রা’- য় নেতা হিসেবে রাহুল গান্ধীর নবোত্থান বিজেপি শিবিরকে শঙ্কিত করেছে। ধর্মাশ্রয়ী রাজনীতির বিরুদ্ধে ধর্মনিরপেক্ষ শাসন ব্যবস্থা গড়ে তোলার অঙ্গীকার বিজেপির চিরাচরিত রাজনীতিকে কোণঠাসা করছে। এমতাবস্থায় সোনিয়া পুত্রের বিরুদ্ধে ক্ষোভ অযৌক্তিক নয়। মোদি পদবী নিয়ে রাহুল গান্ধীর মন্তব্য নিঃসন্দেহে নিন্দনীয়। কিন্তু ভারতে সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে ব্যক্তিগত আক্রমণ ও অবমাননাকর শব্দ ব্যবহারের প্রবণতা নতুন নয়। এমন পরিস্থিতিতে আদালতের সিদ্ধান্ত ও তার প্রেক্ষিতে সংসদ থেকে উপযুক্ত পদ্ধতি না মেনে তাকে বহিঃস্কার রাজনীতিতে গৈরিক আধিপত্য স্থাপনের ইঙ্গিত। মামলায় রাহুলের পরিণতি অজানা, কিন্তু নির্দিষ্ট ইস্যুতে বিরোধী শিবিরের একজোট হওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছে তার গতি রোধ করবে কোন পতাকা?
❤ Support Us