- Uncategorized দে । শ
- সেপ্টেম্বর ১, ২০২২
আকাশ সীমা-লঙ্ঘন। অচেনা ড্রোন উড়িয়ে দিল তাইওয়ানের প্রতিরক্ষাবাহিনী।
ইওয়ান দাবি করেছে, একটি অচেনা নাগরিক দ্রোনকে তাঁর সেনারা গুলি করে নীচে নামিয়ে দিয়েছে।

চিত্র সংগৃহীত
তাইওয়ান দাবি করেছে, একটি অচেনা নাগরিক দ্রোনকে তাঁর সেনারা গুলি করে নীচে নামিয়ে দিয়েছে। অভিযোগ, ড্রোনটি শিউ দ্বিপে তাইওয়ানের আকাশ সীমালঙ্গন করে আজ সকালে। তাইওয়ান প্রতিরক্ষা কমান্ড দাবি কয়েছেন চিনের সীমা সংলঘ্ন আকাশ পথে একটি বেসামরিক ক্যামেরাকে উড়তে দেখে তাদের সেনারা গুলি চালিয়ে ড্রোনটিকে ভুপতিত করে দের। প্রতিরক্ষা মন্ত্রক বলেছে, তাদের নজরদারি অব্যাহত থাকবে। মঙ্গল চিন সেনার আর একটি ড্রোন আকাশ সীমা লঙ্ঘন করার অভিযোগে তাইওয়ান সেনারা একইভাবে গুলিতে উড়িয়ে দেয়। আজকের ভূপতিত ড্রোন কোন দেশের জানা যায়নি। সেনা খোঁজ চালাচ্ছে। তাইওয়ানে আমেরিকা ও জাপানের হস্তক্ষেপ চিন ক্রুদ্ধ। সমুদ্রে, আকশ পথে নজরদারি বাড়িয়ে দিয়েছে। চিন সাগরে উত্তেজনা কমানোর লক্ষন নেই। যে কোনও ঝঁকি নিতে প্রস্তুত বেইজিং ও তাইপেই। দুদেশ জড়ালে, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াও ছড়িয়ে পড়বে। বিশ্বশান্তির সামনে আরেক বিপদ উঁকি দিচ্ছে।
❤ Support Us