Advertisement
  • দে । শ
  • ফেব্রুয়ারি ২, ২০২৩

হাওড়ার বাগনান বাজারে আগুন, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫ টি দোকান

আরম্ভ ওয়েব ডেস্ক
হাওড়ার বাগনান বাজারে আগুন, অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ১৫ টি দোকান

হাওড়ার বাগনানে স্টেশন সংলগ্ন বাজারে ভয়াবহ আগুন। অগ্নিকাণ্ডে ভস্মীভূত একাধিক দোকান।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন যে, বৃহস্পতিবার ভোর বেলায় বাগনান বাসস্ট্যান্ডের কাছে রেজিস্ট্রি অফিসের গলির মধ্যে প্রথমে আগুন লাগে একটি দোকানে। তারপর সেই আগুনের লেলিহান শিখা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে। যার মধ্যে ছিল খাবার, কাপড় ও মোবাইলের সরঞ্জাম সহ ১৫টি দোকান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, ভোরবেলায় কয়েকটি দোকান খোলা হয়েছিল সেগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে এই আগুন লাগার ঘটনায়।

এলাকার বাসিন্দারা আগুন লাগার পরই দমকলকে খবর দেন এবং নিজেরাও আগুন নেভাতে তৎপর হন। স্টেশন সংলগ্ন বাজারে অগ্নি সংযোগের সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। আসেন স্থানীয় থানার পুলিশ আধিকারিকরাও। দীর্ঘক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রনে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই ঘটেছে বিপত্তি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!