Advertisement
  • দে । শ বৈষয়িক
  • অক্টোবর ১০, ২০২২

গবেষণায় মন্দা এড়ানোর বার্তা।মার্কিন তিন অর্থনীতিবিদকে নোবেল সম্মান

আরম্ভ ওয়েব ডেস্ক
গবেষণায় মন্দা এড়ানোর বার্তা।মার্কিন তিন অর্থনীতিবিদকে নোবেল সম্মান

চিত্র সৌজন্য: সুইডিশ আকাদেমি

অর্থনীতিতে ২০২২ সালের নোবেল পুরস্কার পাচ্ছেন বেন এস বার্নাঙ্ক, ডগলাস ডব্লিউ ডায়মন্ড এবং ফিলিপ এইচ ডিবভিগ । তিনজনই মার্কিন নাগরিক । সোমবার সুইৎজারল্যান্ডের স্টকহোমে বিজয়ীদের নাম ঘোষণা করল রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্স। ব্যাঙ্ক এবং অর্থনৈতিক বিপর্যয় নিয়ে গবেষণা করার জন্য এই সম্মান পাচ্ছেন তাঁরা।

বেন এস বার্নানকে ওয়াশিংটনের ব্রুকলিংস ইনস্টিটিউশনের সদস্য। ডগলাস ডব্লিউ ডায়মন্ড ইউনিভার্সিটি অফ শিকাগোর অধ্যাপক এবং ফিলিপ এইচ ডিবভিগ ওয়াশিংটন ইউনিভার্সিটির অধ্যাপক। বিশ্ব অর্থনীতিতে ব্যাঙ্কগুলির ভূমিকা এবং অর্থনৈতিক বিপর্যয় নিয়ে তাঁদের গবেষণা এই সর্বোচ্চ সম্মানের দাবিদার করে তুলেছে তাঁদের।

বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক অর্থ ভান্ডার আগেই সতর্কতা দিয়েছে, ২০২৩ সাল থেকে দীর্ঘ মন্দার কবলে ঢুকছে বিশ্ব। এর জন্য উন্নয়নশীল বিভিন্ন দেশকে সতর্কতামূলক পদক্ষেপ নিতে বলা হয়েছে। এবারে অর্থনীতিতে নোবেল জয়ী তিন অর্থনীতিবিদের আর্থিক সংকট নিয়ে গবেষণা এক্ষেত্রে দিশা দেখাবে বলে মনে করা হচ্ছে । ব্যাঙ্কিং ব্যবস্থা ভেঙে পড়ার বিপদ কতটা, তা এই ত্রয়ীর গবেষণাতে ফুটে উঠেছে বলে জানিয়েছে সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্স ।

গত বছর অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন মোট তিনজন ব্যক্তি। আমেরিকার ডেভিড কার্ড , জোসুয়া ডি অ্যাংগ্রিস্ট ও গুইদো ডব্লিউ ইম্বেনস একযোগে পেয়েছিলেন এই সম্মান। এই তিনজনেই ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। আর এবারও নোবেল তিন মার্কিন নাগরিক ।

১৯০১ সাল থেকে শুরু হয় নোবেল পুরস্কার প্রদান। তবে সে সময়ে পদার্থবিজ্ঞান, রসায়ন, চিকিৎসাবিজ্ঞান, সাহিত্য ও শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতো । এই তালিকায় অর্থনীতি যুক্ত হয় ১৯৬৮ সালে ।

এবছর চিকিৎসাবিজ্ঞান যুগান্তকারী অবদানের জন্য নোবেল পুরস্কার পাচ্ছেন সুইডিশ বিজ্ঞানী পাবো । পদার্থ বিজ্ঞানে ফোটন কণা নিয়ে গবেষণার জন্য যৌথভাবে নোবেল পাচ্ছেন ফ্রান্সের অ্যালেন অ্যাসপেক্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের জন এফ ক্লজার এবং অস্ট্রিয়ার অ্যান্টন জিলিঙ্গার । বুধবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অফ সায়েন্সের তরফে রসায়নে নোবেল প্রাপকদের তালিকা ঘোষণা করা হয় । আমেরিকার ক্যারোলিন আর বার্তোজ্জি, কে ব্যারি শার্পলেশ ও ডেনমার্কের মর্টেন মেলডাল এবছর রসায়নে নোবেল পাচ্ছেন । ক্লিক কেমিস্ট্রি’ এবং বায়োঅর্থগোনাল কেমিস্ট্রি’ নিয়ে তাঁদের গবেষণা এবং উদ্ভাবনকে সম্মান জানাচ্ছে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি । কে ব্যারি শার্পলেশ এ নিয়ে দ্বিতীয়বার নোবেল পেলেন রসায়নে । এর আগে ২০০১ সালে এই পুরস্কার পেয়েছিলেন তিনি । সাহিত্যে নোবেল পাচ্ছেন ফরাসি লেখিকা অ্যানি এহানু এবং নোবেল শান্তি পুরস্কার পাচ্ছেন বেলারুশের মানবাধিকারকর্মী অ্যালেস বিয়েলিয়াৎস্কি। একই সঙ্গে রাশিয়ান মানবাধিকার সংস্থা মেমোরিয়াল ও ইউক্রেনীয় মানবাধিকার সংস্থা সেন্টার ফর সিভিল লিবার্টিজকে সম্মানিত করা হবে এই পুরস্কারে ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!