Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জানুয়ারি ৩, ২০২৩

পঞ্চায়েত নির্বাচনের আগে নজরুল মঞ্চে নতুন কর্মসূচী ঘোষণা তৃণমূলের

আরম্ভ ওয়েব ডেস্ক
পঞ্চায়েত নির্বাচনের আগে নজরুল মঞ্চে নতুন কর্মসূচী ঘোষণা তৃণমূলের

পঞ্চায়েত নির্বাচনের বাকি এখনও দু মাস। তার আগেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নতুন কর্মসূচি চালু করল। দুয়ারে সরকারের জনপ্রিয়তার পর জনসংযোগ আরও বাড়িয়ে তোলার লক্ষ্যে তৎপর । সেই উদ্দেশ্যে গৃহীত এই কর্মসূচি নির্বাচনী বাক্সে যে ইতিবাচক প্রভাব ফেলতে পারে তা নিয়ে আশাবাদী তৃণমূলের একাংশ।

সোমবার নজরুল মঞ্চে তৃণমূল কংগ্রেসের দলীয় সভায় উপস্থিত ছিলে তৃণমূলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উপস্থিত দলীয় কর্মী, বিধায়ক ও সাংসদদের সামনে অভিষেক ‘দিদির দূত’ ও ‘দিদির সুরক্ষা কবচ’ নামক দুটি কর্মসূচির কথা ঘোষণা করেন।  ‘দিদির দূত’ আর ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি সম্পর্কে তিনি বলেন যে  এই কর্মসূচির সঙ্গে যুক্ত থাকছেন প্রায় সাড়ে তিন লক্ষ স্বেচ্ছাজীবী। তৃণমূলের প্রতিনিধি হিসেবে তারা কাজ করবেন। দিদির দূত নামে একটি মোবাইল আপ্লিকেশন তারা চালু করছেন। কর্মীরা এই অ্যাপ সম্পর্কে মানুষকে জানাবেন এবং সরকারি প্রকল্প সম্পর্কে জনসচেতনতা বাড়াবেন। এই অ্যাপটিতে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প সংক্রান্ত যাবতীয় তথ্য থাকবে। এর ফলে মানুষ জানতে পারবেন কোন প্রকল্পের আওতায় তারা কি কি সুবিধা পেতে পারেন।

আগামী ১১ জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই কর্মসূচি । সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান , শিক্ষা,  স্বাস্থ্য  , বাসস্থান,  জয় বাংলা- মোট এই ছয়টি ক্ষেত্রে ভাগ করে রাজ্য সরকারের ১৫ টি জনকল্যাণ মুখী প্রকল্পকে  এই  অ্যাপে সাজানো হয়েছে।  সামাজিক সুরক্ষার ক্ষেত্রে বিধবা ভাতা, কর্মসংস্থানের ক্ষেত্রে যুবশ্রী,  বাসস্থানের মধ্যে রয়েছে বাংলা  আবাস যোজনা, শিক্ষার ক্ষেত্রে  স্টুডেন্ট ক্রেডিট কার্ড, কন্যাশ্রী, ঐক্যশ্রী, শিক্ষাশ্রী্‌ , জয় বাংলার মধ্যে জয় জোহার ও তফসিলি বন্ধু ও  স্বাস্থ্যক্ষেত্রের অন্তর্ভূক্ত করা হয়েছে  স্বাস্থ্যসাথী প্রকল্পকে। যে কোনো একটি প্রকল্প সম্পর্কে জানতে চাইলে নির্দিষ্ট ক্ষেত্রটিতে গেলে সেই ক্ষেত্রে চালু  প্রকল্প  সম্পর্কে জানতে পারবেন সাধারণ মানুষ।

নজরুল মঞ্চ থেকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন দিদির দূত হিসেবে তৃণমূলের প্রতিনিধিরা বাড়ি বাড়ি যাবেন। প্রতিটি পরিবারে কারা কারা উপরের এই প্রকল্পগুলোর সুবিধা পেয়েছেন, কারা পাচ্ছেন না সে সম্পর্কে তাদের অভাব অভিযোগের কথা শুনবেন। আর একটি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি প্রসঙ্গে বলেন যে, কর্মীরা প্রতিটি গ্রাম ও শহরে গিয়ে রাত কাটাবেন। স্থানীয় মানুষদের সঙ্গে নিয়ে জনসংযোগ সভা করবেন। আগামী ৮ তারিখ থেকে একটি কিটব্যাগ জেলার প্রধান কার্যালয়ে রাখা থাকবে। সেখানে থাকবে প্রকল্প সংক্রান্ত যাবতীয় নির্দেশিকা। কিভাবে কর্মসূচি পালন করতে হবে তা নিয়ে থাকবে মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের  লেখা চিঠি। কিটব্যাগে থাকবে একটি প্যামফ্লেট। যাতে থাকবে কিউআর কোড। সেই কোড স্ক্যান করে নামিয়ে নিতে হবে ‘দিদির দূত’ অ্যাপ। ৩ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত ৩ হাজার ৩৪৩টি অঞ্চলে প্রশিক্ষণ শিবির হবে। সেখানে এই কাজ কীভাবে হবে তার প্রশিক্ষণ দেওয়া হবে। কিট ব্যাগে থাকবে রিস্ট ব্যান্ড। তাতে থাকবে দিদির দূত লেখা ব্যাজ, স্টিকার। কর্মসূচি শেষে বাড়ির দেওয়ালে স্টিকারটি লাগাতে হবে।

এদিনের মঞ্চ থেকে দিদির দূত যারা হবেন তাঁদের নম্র ও বিনয়ী হওয়ার পরামর্শ দেন অভিষেক। তিনি বলেন যে কোনো ব্যক্তির যদি প্রকল্প সম্পর্কে তাঁর মধ্যে ধোঁয়াশা থাকে কর্মীরা তাকে ধৈর্যের সাথে বোঝাবেন। কোনো রকম অশোভনীয় আচরণ কাম্য নয়।বার্তা দিয়েছেন মমতাও। তিনি বলেন যে কোনো ব্যক্তি প্রকল্পের অ্যাপ্লিকেশনের ফর্ম পূরণ করতে না পারলে দলীয় কর্মীরা ফর্ম ফিল আপে সাহায্য করবেন। আর এই কাজ পুরোপুরি বিনামূল্যে করতে হবে। অর্থাৎ সরকারী কাজে কোনোমতেই পয়সা নেওয়া যে যাবে না তা  এদিন দলের কর্মীদের গোড়াতেই স্পষ্ট করে দেন মমতা।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!