Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • অক্টোবর ১৩, ২০২২

আমি চিরকাল শ্রমজীবী মানুষদের হয়ে লড়াই করেছি, তাই অনুষ্ঠানে ডাক পাইনা।বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে উষ্মা প্রকাশ তাপসের

আরম্ভ ওয়েব ডেস্ক
আমি চিরকাল শ্রমজীবী মানুষদের হয়ে লড়াই করেছি, তাই অনুষ্ঠানে ডাক পাইনা।বিজয়া সম্মিলনীতে ডাক না পেয়ে উষ্মা প্রকাশ তাপসের

মুখ্যমন্ত্রীর বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় । তাঁর বিধানসভা এলাকায় আয়োজিত অনুষ্ঠানে পরপর দুবার ব্রাত্য রইলেন তিনি । এবার সে বিষয়েই নিজের উষ্মা প্রকাশ করলেন তিনি । বৃহস্পতিবার সংবাদমাধ্যমে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল বিধায়ক। তাপস চট্টোপাধ্যায় এবিষয়ে বলেছেন, ২ বছর ধরে আমায় বিজয়া সম্মিলনীতে ডাকা হয় না। দলের উর্ধ্বতনদের কাছে এবিষয়ে জানতে চাইলে কোনও সদুত্তর পাইনি । হয়তো মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে যোগ দেওয়ার মতো যোগ্য বলে মনে করা হয়নি আমায় । আমি চিরকাল শ্রমজীবী মানুষদের হয়ে লড়াই করেছি। আমার বিধানসভা এলাকায়, মানুষের যোকোনও প্রয়োজনে আমি পাশে থাকি । এরপরও আমার এলাকায় যখন বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান হয় এবং আমি আমান্ত্রণ পাইনা, তখন কষ্ট হয় । অঞ্চলের লোক এবিষয়ে আমাকে জিজ্ঞাসা করলে, লজ্জায় এড়িয়ে যাই। গত দুবছর ধরেই দলে আমার কোনও স্টেটাস নেই।

তিনি আরও বলেন, যাঁরা ২০২১-এর নির্বাচনে সাম্প্রদায়িকতাকে সমর্থন করেছিলেন। শ্রদ্ধাভাজন মুখ্যমন্ত্রীকে বেগম মমতা বন্দ্যোপাধ্যায় বলে কটাক্ষ করেছিলেন । তাঁরাও আমন্ত্রিত থাকেন । স্থান পান না আমার মত লোকেরা। তাপসবাবুর কটাক্ষ, দলে এখন দুটো শ্রেণি-বাবু ও চাকর। আমি দ্বিতীয় শ্রেণিতে পড়ি। আমি ভাল গাইতে পারি না, ভাল নাচতে পারি না তাই হয়তো ডাক পাই না।  নাম না করে বিজেপি থেকে ঘরে ফেরা সব্যসাচী দত্তকেই তিনি নিশানা করেছেন বলে মনে করছে রাজনৈতিক মহল।

রাজারহাট এলাকার পোড়খাওয়া এই রাজনীতিবিদ আরও বলেন, একুশের বিধানসভা ভোটে আমি ৫৬ হাজার ভোটে জিতি। নিউটাউনের ইতিহাসে কেউ কখনও এত ভোটে জিততে পারেনি। ৩৯ বছর ধরে আমি রাজারহাটে জনপ্রতিনিধিত্ব করছি। ৪৬ বছর হয়ে গেল আমার রাজনীতিতে। এটুকু সম্মান বোধ হয় আমার প্রাপ্য । কিন্তু আমার কোনও কথা বলার সুযোগ নেই। কীভাবে কথা বলতে হয় দলে, আমার জানা নেই। সিপিআইএম থেকে আসায় যদি আমার সততা নিয়ে কোনও প্রশ্ন থাকে, তাহলে আমার কিছু করার নেই। কিন্তু দলের কোনও কর্মী বলতে পারবে না যে তাপস চট্টোপাধ্যায়ের বিশ্বাসযোগ্যতা নিয়ে কোনও প্রশ্ন আছে।

স্বাভাবিকভাবেই দলীয় বিধায়কের এই মন্তব্য অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য সাধারণ সম্পাদক তথা দলীয় মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “তাপসদা মন দিয়ে তৃণমূল করছেন। এলাকার দক্ষ সংগঠক। আমি এনিয়ে কথা বলব ।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!