Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২২, ২০২৩

তৃণমূলের দিল্লির সমাবেশ কলেবরে ছোট হওয়ার সম্ভাবনা, অনিশ্চিত গিরিরাজের সঙ্গে দেখা হওয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
তৃণমূলের দিল্লির সমাবেশ কলেবরে ছোট হওয়ার সম্ভাবনা, অনিশ্চিত গিরিরাজের সঙ্গে দেখা হওয়া

১০০ দিনের কাজের টাকা সহ অন্যান্য কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে দিল্লিতে তৃণমূলের অবস্থান কর্মসূচি কলেবরে ছোট হওয়ার সম্ভাবনা। তৃণমূল সূত্রে এমনই জানা গেছে। রামলীলা ময়দানে এই কর্মসূচির জন্য এখনও পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি পাওয়া যায়নি। এদিকে এই প্রসঙ্গে অভিষেক জানিয়েছেন , “রামলীলা ময়দানে পুলিশের অনুমতি চেয়ে এখনও পর্যন্ত চারটি চিঠি দেওয়া হয়েছে। মৌখিক ভাব পুলিশ জানালেও লিখিত ভাবে পুলিশ কিছু দেয়নি। তাই অনুমতি না পেলে আমরা বিকল্প পথ হিসাবে ছোট করে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছি।”

এদিকে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে এই কর্মসূচি চলাকালীন দেখা করে বাংলার বঞ্চিত মানুষদের সই করা স্মরকলিপি জমা দেওয়ার কথা থাকলেও সেই কর্মসূচি নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। কারণ গিরিরাজ সিংয়ের আগামী থাকছেন না তাঁর মন্ত্রকে। রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া টাকা চেয়ে গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার কর্মসূচি রয়েছে তৃণমূলের। আগামী ৩ অক্টোবর মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে যাওয়ার কথা তৃণমূল সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের। নেতৃত্বে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের সাংসদ  অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন এই কর্মসূচিতে। কিন্তু সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে গ্রামোন্নয়ন মন্ত্রী যা জানিয়েছেন, তাতে তিনি ৩ অক্টোবর তাঁর মন্ত্রকে থাকবেন কি না তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

জানা যাচ্ছে, বৃহস্পতিবার লোকসভা চলাকালীন সুদীপ বন্দ্যোপাধ্যায় মন্ত্রীর পাশে গিয়ে বসেন। তিনি জানান আগামী তিন তারিখ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে আসবেন। জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, তিনি ২-৩ তারিখ দিল্লি থাকবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। ওই দুদিন তাঁর নির্বাচনী প্রচারে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ যাওয়ার কথা। তবে তিনি এও বলেন, “দিল্লিতে থাকলে আমি অবশ্যই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব।”

অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী তাঁর মন্ত্রকে থাকুন বা না থাকুন নির্দিষ্ট দিনেই অর্থাৎ ৩ অক্টোবর, তৃণমূলের প্রতিনিধিরা তাঁর সঙ্গে দেখা করতে যাবেন। অভিষেক বলেন, “ওই সময় মুখ্যমন্ত্রী দিল্লিতে থাকবেন। কেউ থাকুন বা না থাকুন আমরা মন্ত্রকে দেখা করতে যাবই।”

এদিকে দিল্লির রামলীলা ময়দানে ধর্নার কর্মসূচির কথা জানিয়ে তৃণমূল একধিকবার দিল্লি পুলিশের অনুমতি চাওয়া সত্বেও কোনও উত্তর এখনও পর্যন্ত আসনেনি। তবে অনুমতি না দিলেও ছোট করে হলেও বাংলার বকেয়া পাওনা আদায়ে বিক্ষোভ কর্মসূচি হবে বলে তৃণমূল সূত্রে জানানো হয়েছে। বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, “২-৩ অক্টোবর দিল্লিতে আমাদের কর্মসূচি হবে। এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।” তবে তিনি জানান, জায়গা কম থাকায় রাজ্যের সব নেতাদের ডাকা হচ্ছে না। শুধু সাংসদ, বিধায়ক, জেলা সভাপতিদের ডাকা হচ্ছে দিল্লির এই কর্মসূচিতে। ব্লক নেতাদের রাখা হবে সাংসদদের বাড়িতে। দিল্লির বঙ্গভবনে থাকবেন তৃণমূলের বিধায়কেরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!