Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৭, ২০২৩

হাত ছাড়া ঝালদা, পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল।জোট নিয়ে কং শিবিরেই বাড়ছে ক্ষোভ ?

আরম্ভ ওয়েব ডেস্ক
হাত ছাড়া ঝালদা, পুরসভা ছিনিয়ে নিল তৃণমূল।জোট নিয়ে কং শিবিরেই বাড়ছে ক্ষোভ ?

পুরসভার ষমতা দখল নয়, এ যেন নিলাম কেন্দ্র। কোনও পুর প্রতিনিধি কখন নিজেকে নিলামে তুলছেন তা বোঝা কঠিন। তবে হাওয়া উঠেছিল ঝালদা পুরসভা কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নেবে তৃণমূল বাস্তবে তাই হল।

২০২৩ এর শুরুতেই তৃণমূলের হাতছাড়া হওয়া ঝালদা পুরসভা ফের কংগ্রেসের হাত থেকে ছিনিয়ে নিল রাজ্যের শাসকদল তথা “ইন্ডিয়া” জোটের সঙ্গী তৃণমূল।

বুধবার রাতে পাঁচ পুরপ্রতিনিধি উন্নয়নের তাগিদ অনুভব করে শেষ পর্যন্ত তৃণমূলে যোগ দিলেন। দলত্যাগীদের মধ্যে রয়েছেন নির্দল পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় ছাড়াও রয়েছেন কংগ্রেস পুরপ্রতিনিধি তপন কান্দুর ভাইপো বিজয় কান্দু, মিঠুন কান্দু, পিন্টু চন্দ্র এবং সোমনাথ কর্মকার। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন বাঘমুণ্ডির তৃণমূল বিধায়ক সুশান্ত মাহাতো। তৃণমূল বিধায়ক বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হতে চেয়েছিলেন পুরপ্রধান-সহ পাঁচ কাউন্সিলর। দলীয় নির্দেশ মেনে আমরা তাঁদের দলে গ্রহণ করলাম।”

এর আগে অনাস্থা ভোটের শেষে দীর্ঘ আইনি সংঘাতের পর তৃণমূলের হাত বদল হয়ে ঝালদা পুরসভার দখল পেয়েছিল কংগ্রেস। মামলা কলকাতা হাই কোর্ট ঘুরে সুপ্রিম কোর্টে গড়ালেও শেষ পর্যন্ত উচ্চ আদালতের বিচারপতি অমৃতা সিংহের নির্দেশেই পুরপ্রধানের দায়িত্ব পেয়েছিলেন শীলা চট্টোপাধ্যায়। পুরভোটের পরে আততায়ীদের গুলিতে নিহত কংগ্রেস পুরপ্রতিনিধি তপনের সহধর্মিনী পূর্ণিমা কান্দু হয়েছিলেন উপ পুরপ্রধান। কিন্তু তার পরেও ওই পুরসভার ক্ষমতা ফিরে পেতে তৃণমূল রীতিমতো মরিয়া হয়ে নানা পদ্ধতি চালাচ্ছিল বলে সমানে কংগ্রেসের তরফে অভিযোগ আসছিল। কংগ্রেসের দাবি ছিল, জুলাই মাসের শেষে ঝালদার পুরপ্রধান-সহ কংগ্রেসের কয়েক জন পুরপ্রতিনিধিকে দলবদলের জন্য কলকাতা নিয়ে যাওয়া হয়। যদিও সেই সময় পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তহবিল আনার ব্যাপারে কথাবার্তা বলতেই তাঁরা কলকাতায় গিয়েছিলেন।

যদিও শেষ পর্যন্ত কংগ্রেস শিবিরের আশঙ্কাই সত্যি হল। শীলাদের দলে টেনে ঝালদা পুরসভা আবার দখল করল তৃণমূল।এই নিয়ে এখনও কংগ্রেসের প্রতিক্রিয়া মেলেনি। তবে প্রশ্ন উঠছে, জাতীয়স্তরে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল “ইন্ডিয়া” জোট করবে, রাহুল গান্ধির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় কাকভোরে বাংলায় ২০২৪ -এর লোকসভা নির্বাচনে আসন রফা নিয়ে প্রশান্ত কিশোরকে সামনে রেখে ১ ঘণ্টা বৈঠক করবেন, তারপর বাংলায় কংগ্রেসের হাত থেকে কৌশলে ঝালদা পুরসভা ছিনিয়ে নেবে ! এর পরও কী কারও বুঝতে অসুবিধা হবে যে পরোক্ষে এই সব “ইন্ডিয়া”- র জোটসঙ্গীরা বিজেপির হাতই আদপে শক্ত করছে!


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!