Advertisement
  • বৈষয়িক
  • নভেম্বর ১৭, ২০২৩

ব্যাঙ্কের ভুলে গ্রাহকের ৮২০ কোটি উধাও ! পুলিশে এফআইআর ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষের

আরম্ভ ওয়েব ডেস্ক
ব্যাঙ্কের ভুলে গ্রাহকের ৮২০ কোটি উধাও ! পুলিশে এফআইআর ইউকো ব্যাঙ্ক কর্তৃপক্ষের

ইউকো ব্যাঙ্ক শেয়ার বাজারে জমা দেওয়া এক ফাইংলিংয়ে জানিয়েছে, গ্রাহকের অ্যাকাউন্টে ভুলক্রমে জমা হয়েছে ৮২০ কোটি টাকা। এর মধ্যে থেকে ইতিমধ্যেই ব্যাঙ্ক ৬৪৯ কোটি টাকা ব্যাঙ্কে ফেরাতে সক্ষম হয়েছে, যা এই মোট ৮২০ কোটি টাকার প্রায় ৭৯ শতাংশ। তবে এখনও প্রায় ১৭১ কোটি টাকা ভুল অ্যাকাউন্টেই থেকে গিয়েছে, যা ফেরানো সম্ভব হয়নি।

এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক-এর বহু গ্রাহকদের অ্যাকাউন্টে ভুল করে এই টাকা ঢুকেছে। জানা গিয়েছে, ইমিডিয়েট পেমেন্ট সিস্টেম বা আইএমপিএস-এ গলদ থাকার ফলেই এই অঘটন ঘটেছে। মোট ৮২০ কোটি টাকা ভুল করে অন্যের অ্যাকাউন্টে গিয়েছে বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে ইউকোর তরফ থেকে। ব্যাঙ্কটি কলকাতা ভিত্তিক হওয়ায় কলকাতা পুলিশেই এফআইআর করা হয়েছে ইউকো ব্যাঙ্কের তরফে।

জানা গিয়েছে, এই ঘটনার জেরে গত বুধবার থেকেই আইএমপিএস ট্রান্সফার বন্ধ করতে বাধ্য হয় ইউকো ব্যাঙ্ক। শেয়ার বাজারের ওই  ফাইলিংয়ে ইউকো জানিয়েছে, অন্য কোনও ব্যাঙ্কের গ্রাহরকা ইউকো ব্যাঙ্কের গ্রাহকদের আইএমপিএস-এর মাধ্যমে টাকা পাঠালে সেই লেনদেন বাতিল হয়ে গিয়েছে বলে বার্তা আসছে। তবে যে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে, তাঁর অ্যাকাউন্টে টাকা ঢুকে যাচ্ছে। আবার যে টাকা পাঠাচ্ছে, তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা কাটলেও তা আবার তারই অ্যাকাউন্টে ফিরে যাচ্ছে। এই পরিস্থিতিতে একই টাকা দু’বার দু’জনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। গত ১০ থেকে ১৩ নভেম্বরের মধ্যে এই সমস্যা নজরে আসে। এই আবহে বুধবার বন্ধ করে দেওয়া হয় আইএমপিএস ট্রান্সফার ব্যবস্থা। এই পরিস্তিতিতে ইউকো ব্যাঙ্কের তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে শুধু বলা হয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে আপাতত ব্যাঙ্ক আইএমপিএস চ্যানেলটিকে অফলাইন করে দেওয়া হয়েছে। এই ব্যবস্থার সঙ্গে যুক্ত সকলের সঙ্গে এই নিয়ে আলোচনা করছে ব্যাঙ্ক। দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে বলে আশা করা হচ্ছে ব্যাঙ্কের তরফে। সমস্যা সমাধান হওয়ার পরেই  তারপরই ফের নতুন করে চালু করা হবে আইএমপিএস ট্রান্সফার। ব্যাঙ্কের তরফে কলকাতা পুলিশকে ইতিমধ্যেই বিষয়টি জানানো হয়েছে। তারাও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!