Advertisement
  • এই মুহূর্তে
  • নভেম্বর ১৮, ২০২১

আজ থেকে ৪দিন বন্ধ উল্টোডাঙা উড়ালপুল। চলছে মেরামতির কাজ

আজ থেকে ৪দিন বন্ধ উল্টোডাঙা উড়ালপুল। চলছে মেরামতির কাজ

উল্টোডাঙা উড়ালপুলের মেরামতি দিয়েই শুরু হল মহানগরের উড়ালপুলগুলির রক্ষণাবেক্ষণের কাজ। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ব্রিজের কলকাতামুখী লেন। সোমবার ভোর ৬টা পর্যন্ত বন্ধ থাকবে এই রাস্তা। সমস্ত গাড়ি ঘুরিয়ে দিচ্ছে ট্রাফিক পুলিশ।

ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এয়ারপোর্টগামী গাড়ি সমস্ত ঘুরিয়ে দেওয়া হচ্ছে হাডকো মোড় দিয়ে। অন্যদিকে, উড়ালপুলের নীচ দিয়ে চলছে বাইপাসমুখী গাড়ি। শহরের অন্যতম ব্যস্ত পথ বন্ধ থাকায় নিত্য যাত্রীদের ভোগান্তির আশঙ্কা থাকছে। ব্রিজের স্বাস্থ্যরক্ষায় এই সিদ্ধান্ত।

অন্যদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তৎপর পুলিশ। চিংড়িঘাটায় তৎপরত ট্রাফিক পুলিশ। পথচারীদের সতর্ক করতে চলছে মাইকিং। সিগন্যাল খোলা থাকাকালীন গার্ডরেল দিয়ে পারাপারের রাস্তা আটকে দেওয়া হয়েছে। সাইকেল আরোহী, বাইক আরোহীদের দিকে কড়া নজর পুলিশের। দুর্ঘটনা রুখতে জোরকদমে চলছে সচেতনতার প্রচার।

 


  • Tags:

Read by: 347 views

❤ Support Us
Advertisement
homepage billboard publication
Advertisement
homepage billboard publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা