- দে । শ প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ২১, ২০২৩
আফগান নারীদের শিক্ষার অধিকার ফেরাতে সরব হোক বিশ্ব: এই দাবিতেই আন্তর্জাতিক শিক্ষা দিবস পালনের আহ্বান ইউনেস্কোর

২০২৩ সালে আন্তর্জাতিক শিক্ষা দিবস আফগান মেয়েদের স্মরণ করেই পালিত হবে । শুক্রবার এমন কথাই জানাল সম্মিলিত জাতিপুঞ্জের সংস্থা ইউনেস্কো। ২৪ জানুয়ারি আন্তর্জাতিক শিক্ষা দিবস রূপে ঘোষণা করা হয়েছে।
আফগান মেয়েদের স্বাধীনতার লড়াইকে স্বীকৃতি জানাবে সম্মিলিত জাতিপুঞ্জ। শুক্রবার জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কোর প্রধান অড্রে অজৌলে জানান যে আফগানিস্তানের মেয়েদের নাগরিক অধিকার যাতে দেশের সরকার ফিরিয়ে দেয় তাঁর জন্য তাঁরা অনেক বারই আবেদন করেছেন। কিন্তু তাতে কর্ণপাত করেনি সে দেশের তালিবান স্বৈর শাসকরা। তাই তাঁরা সিদ্ধান্ত নিয়েছেন এবছর আন্তর্জাতিক শিক্ষা দিবস আফগান মেয়েদের মানবাধিকারের লড়াইকে শ্রদ্ধা জানিয়েই পালন করবেন তাঁরা। বিশ্ব জনমতকে আফগানিস্তানের মেয়েদের সংগ্রামের পাশে একত্রিত করা যাবে বলে তাঁর ধারণা।
ইউনেস্কোর এই সিদ্ধান্ত সম্পর্কে নার্সিং এর ছাত্রী রৈহানার মন্তব্য যে একদিন সাড়ম্বরে পালন যথেষ্ট নয়। বরং ইউনেস্কোর আরও উদ্যোগী , আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত আফগান মেয়েদের সমস্যার সমাধানে। ইউনেস্কোর নিজেদের প্রতিবেদন অনুসারে বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের দরজা মেয়েদের জন্য বন্ধ করবার তালিবানি সিদ্ধান্তে ৮০ শতাংশ স্কুল যাওয়ার বয়সী আফগান কন্যাদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। যদিও তালিবানের মুখপাত্র যাবিউল্লাহ মুজাহিদ এই সমস্যাটিকে এড়িয়ে যেতেচ এয়েছেন।
উল্লেখ্য, গত মাসে আফগান সরকার ফতোয়া জারি করে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয় ও বিদ্যালয়ে পড়াশোনা করবার অধিকার কেড়ে নেয়। তারপর থেকে ‘এডুকেশন ক্যান নট ওয়েট’ সহ একাধিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন আফগান মেয়েদের শিক্ষার অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে সরব। আফগান সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য একাধিকবার অনুরোধ জানিয়েছে জাতি পুঞ্জ। আজকের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সেই সব সমস্ত সংগঠন। তবে তাদেরও মত যথেষ্ট নয় এই পদক্ষেপ। আফগান মেয়েদের শিক্ষার স্বার্থে এখনও অনেক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে জানান সংগঠনের নেতারা।
❤ Support Us