Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ২৩, ২০২৩

ইউক্রেন যুদ্ধ: যুক্তরাষ্ট্র কিয়েভকে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র দেবে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে

আরম্ভ ওয়েব ডেস্ক
ইউক্রেন যুদ্ধ: যুক্তরাষ্ট্র কিয়েভকে দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র  দেবে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কিয়েভকে রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে পাল্টা আক্রমণে সাহায্য করার জন্য ইউক্রেনকে উন্নত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দেওয়ার পরিকল্পনা করছেন, মার্কিন মিডিয়া রিপোর্ট এই তথ্য জানাচ্ছে।

ওই রিপোর্টে পরিচিত মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে  যে ইউক্রেন কিছু আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র  ক্ষেপণাস্ত্র পাবে, যার রেঞ্জ ১৯০ মাইল বা ৩০০  কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রের সাহায্যে কিয়েভ রাশিয়ান লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম করবে। শুক্রবার অন্তত একটি ইউক্রেনীয় ক্ষেপণাস্ত্র রাশিয়ার ক্রিমিয়ায় ব্ল্যাক সি ফ্লিটের সদর দফতরে আঘাত হেনেছে।

ইউক্রেনের একটি সামরিক সূত্র একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে বলেছে যে সেভাস্তোপল বন্দরে হামলাটিতে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছিল, যা ব্রিটেন এবং ফ্রান্স থেকে পাওয়া। এই ধরনের ক্ষেপণাস্ত্রের রেঞ্জ ১৫০ মাইলেরও বেশি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে যে রাষ্ট্রপতি বাইডেন ভলোদিমির জেলেনস্কিকে বলেছেন যে কিয়েভ “অল্প সংখ্যক” আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র পাবে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে দুই নেতার বৈঠক হয়।  আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানাচ্ছে, অস্ত্রগুলো আগামী সপ্তাহে পাঠানো হবে।

এদিকে, ওয়াশিংটন পোস্ট আলোচনার সাথে পরিচিত বেশ কয়েকজনকে উদ্ধৃত করে বলেছে যে ইউক্রেন একটি একক ওয়ারহেডের পরিবর্তে ক্লাস্টার বোম্বলেটে সজ্জিত আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র পাবে। তবে আমেরিকা বা ইউক্রেন কেউই আনুষ্ঠানিকভাবে মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেনি।

ইউক্রেন বলেছে, ক্রিমিয়া সহ দক্ষিণে অধিকৃত ইউক্রেনীয় অঞ্চলে রাশিয়ার অবস্থানগুলি বিশেষভাবে দুর্বল হবে। রাশিয়ান রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করেছিলেন এবং বাইডেন প্রশাসন প্রাথমিকভাবে ইউক্রেনকে আধুনিক অস্ত্র সরবরাহ করতে তখন দ্বিধাগ্রস্ত ছিল কিন্তু এই অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়েছে।
তবুও, রাষ্ট্রপতি বাইডেন  আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম ক্ষেপণাস্ত্র সরবরাহের বিষয়ে দ্বিধাগ্রস্ত ছিলেন এই আশঙ্কার মধ্যে যে এই জাতীয় ক্ষেপণাস্ত্রগুলি পারমাণবিক সশস্ত্র রাশিয়ার সাথে সরাসরি সংঘর্ষ ঘটাতে পারে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
Hedayetullah Golam Rasul Raktim Islam Block Advt
Advertisement
homepage block Mainul Hassan and Laxman Seth
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!