Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ২৪, ২০২৩

ভারতের কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করল বিশ্ব কুস্তি সংস্থা, বিশ্বমঞ্চে মুখ পুড়ল ভারতের, মন্তব্য মমতার

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করল বিশ্ব কুস্তি সংস্থা, বিশ্বমঞ্চে মুখ পুড়ল ভারতের, মন্তব্য মমতার

বিশ্ব কুস্তি সংস্থা ভারতের কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করেছে। ভারতের কুস্তি ফেডারেশনের পক্ষে এটা একটা বড়সড় দুঃসংবাদ। এই খবর জানার পর কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে এক্স-এ কড়া সমালোচনা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সরাসরি এক্স-এ আক্রমণাত্মক ভাষায়  মমতা লিখেছেন, “ইউনাইটেড ওয়ার্ল্ড রেসলিং (UWW) ভারতের রেসলিং ফেডারেশনকে নিষিদ্ধ করেছে জেনে আমি হতবাক। গোটা জাতির জন্য এটা একটা চরম বিব্রতকর বিষয়। কেন্দ্রীয় সরকার লজ্জাজনকভাবে অহংকারী হয়ে কুস্তিগীর বোনদের দুর্দশার কারণ হয়েছে। গোটা ঘটনায় কুস্তিগীররা হতাশ। কেন্দ্র এবং বিজেপি আমাদের বোনদেরকে অশ্লীলতা এবং নিষ্ঠুর পুরুষতান্ত্রিকতা দিয়ে হয়রানি করে চলেছে। ভারতের উচিত তাদের বিরুদ্ধে দাঁড়ানো এবং তাদের শাস্তি দেওয়া যাদের নৈতিক বোধবুদ্ধি নেই এবং যারা জাতির লড়াকু কন্যাদের মর্যাদার জন্য দাঁড়াতে পারে না। হিসাব-নিকাশের দিন খুব বেশি দূরে নয়।”

ব্রিজভূষনকাণ্ডের জেরে নির্ধারিত সময়ে নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় ভারতের কুস্তি ফেডারেশনকে নিষিদ্ধ করল বিশ্ব কুস্তি সংস্থা।
ভারতের অলিম্পিক সংস্থার বর্তমান সিইও কল্যাণ চৌবে এই নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করেছেন। বিশ্ব কুস্তি সংস্থার তরফে বলা হয়েছে, ভারতের কুস্তিগিররা যদি বিশ্বমঞ্চে আগামী দিনে অংশগ্রহণ করে তাহলে তা নিরপেক্ষভাবে করতে হবে।

এই পরিস্থিতিতে প্রতিযোগিতায় নাম দিয়ে যদি ভারতীয় কুস্তিগিররা পদক জয়ী হন, তাহলে ভারতের জাতীয় সঙ্গীত বাজবে না পুরস্কার নেওয়ার সময় এবংজয়ী হওয়ার সময়।পুরো বিষয়টি জানিয়ে বিশ্ব কুস্তি সংস্থা চিঠি লিখেছে ভারতের অলিম্পিক সংস্থাকে। চলতি অগাস্টের ২৫ থেকে ২৬ তারিখ পর্যন্ত কুস্তির ট্রায়ালের দিন নির্ধারিত ছিল। তবে এই ইভেন্টের ভাগ্য এখনও স্পষ্ট নয়।

ব্রিজভূষণ কাণ্ডের জেরে কুস্তিগিরদের ক্রমাগত ধরনার প্রেক্ষিতে এর আগে ওয়ার্ল্ড কুস্তি ফেডারেশন কার্যত হুমকি দিয়ে জানিয়েছিল, নির্বাচন করতে ব্যর্থ হলে, ভারতের অলিম্পিক সংস্থাকে নিষিদ্ধ করা হতে পারে। ৪৫ দিনের ডেডলাইন চূড়ান্ত করে দেওয়া হয়েছিল।

নির্বাচনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর এবার ব্যবস্থা নিতে বাধ্য হল ওয়ার্ল্ড কুস্তি ফেডারেশন। ভারতের কুস্তি সংস্থার প্রেসিডেন্ট ব্রিজভূষন সিংয়ের মেয়াদ শেষ হয়েছে চলতি বছরের জানুয়ারিতে। ধর্ষণে অভিযুক্ত হয়েছেন তিনি। আদালতের দোহাই দিয়ে দু-বার পিছনো হয়েছিল নির্বাচন। ব্রিজ ভূষনের জায়গায় আপাতত তাঁরই সহযোগী সঞ্জয় সিং এবং কমনওয়েলথ গেমসের সোনাজয়ী অনিতা শেওরেন বসতে পারেন।  তবে এই ঘটনার জন্য বিরোধীরা বিজেপিকেই দায়ী করছে। বিরোধীদেরবক্তব্য ব্রিজভূষণ বিজেপীরসাম্য হওয়ায় তাঁকে আড়াল করতে গিয়ে দেশের কুস্তি সংস্থার সম্মান বিশ্বের কাছে ভুলুন্ঠিত করল কেন্দ্রের বিজেপি সরকার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!