- বৈষয়িক
- এপ্রিল ১৩, ২০২২
এখানে এক রাতের খরচ দেড় লাখ ! তবুও দ্বীপরাজ্যে বাড়ছে পর্যটকের ভিড়।
মালদ্বীপে আকাশ, সমুদ্র আর বালুকারাশির উপর সময় কাটাতে বারবার ছুটে যান বলিউড তারকারা । সমুদ্রের নীল জলে নেমে সকালের ব্রেকফাস্ট । আবার কখনও গভীর রাতে সমুদ্রের গর্জন আর নক্ষত্রখচিত রাতকে সঙ্গী করে গরম গা বা কফির কাপে চুমুক দিতে দিতে প্রিয়জনের সঙ্গে নির্জনে কিংবা বন্ধুদের সঙ্গে দল বেঁধে—জমে যায় আড্ডা। অবকাশ কাটানোর জন্য মালদ্বীপের সমুদ্রপাড়ের রিসোর্টগুলোর তুলনা নেই। পর্যটনকে কেন্দ্র করে অভূতপূর্ব অর্থনৈতিক উন্নয়নের অনন্য উদাহরণ দ্বীপদেশ মালদ্বীপ। সেই দেশের বৈদেশিক আয়ের অন্তত ৬০ শতাংশ আসে এই খাত থেকে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পর্যটনে বিদেশি বিনিয়োগ সবচেয়ে বেশি পায় মালদ্বীপ।
সমুদ্রের ভেতরে এই রিসোর্টের নাম ভাক্কারু মালদ্বীপ। রাজধানী শহর মালে থেকে ৬৮ মাইল উত্তরে এটির অবস্থান। বুকিং দেওয়া থাকলে এ রিসোর্টে সরাসরি ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দর (মালে আন্তর্জাতিক বিমানবন্দর নামেও পরিচিত) থেকে পর্যটকদের নিয়ে আসে। মালদ্বীপে মাত্র সাড়ে পাঁচ লাখ মানুষের বাস। এদিকে প্রতিবছর এ দেশে বেড়াতে যায় এর তিন গুণ পর্যটক। সমুদ্রের ভেতর জেগে ওঠা দ্বীপ থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় তৈরি হয়েছে রিসোর্টটি । সাধারণত এই দ্বীপে আগত পর্যটকদের মধ্যে শিল্পপতী ও বলিউডের সুপারস্টারদেরই বেশি দেখা মেলে।
এখানে জলে নেমে বা জলের নিচে রেস্টুরেন্টে খাওয়ার অন্য রকম এক অভিজ্ঞতা সঞ্চয় করবেন পর্যটকরা। অনেকে বিয়ের আয়োজনও সারেন মালদ্বীপের রিসোর্টে। সম্প্রতি ভাক্কারু মালদ্বীপে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন এক ভিনদেশি দম্পতি, সেজন্যও আছে ডেকোরেশন ও ইভেন্ট ম্যানেজিংয়ের বিশেষ দল । রিসোর্ট মালিকের নিজস্ব আলোকচিত্রী রয়েছেন । পর্যটকদের সুবিধা ও চাহিদা মতো গুণগত মানের ছবি তুলে দেন এই আলোকচিত্রীরা ।এখানকার প্রায় সব কটি পুলে সহজেই নানা ধরনের জল খেলায় মেতে ওঠার সুযোগ রয়েছে । এখান থেকে সূর্যোদয় আর সূর্যাস্তের সিন বেশ মনোরম।
মালদ্বীপের সবচেয়ে বিলাসবহুল রিসোর্টগুলোর মধ্যে ভাক্কারু মালদ্বীপ হল অন্যতম। এখানে থাকতে প্রতি ২৪ ঘণ্টার জন্য একজনের খরচ পড়বে দেড় লাখ টাকা ।
❤ Support Us