Advertisement
  • Uncategorized এই মুহূর্তে দে । শ
  • ফেব্রুয়ারি ২০, ২০২৫

নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেআইনি অস্ত্র সমর্পণ করলে মুকুব শাস্তি, আশ্বাস মণিপুরের রাজ্যপালের

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্দিষ্ট সময়সীমার মধ্যে বেআইনি অস্ত্র সমর্পণ করলে মুকুব শাস্তি, আশ্বাস মণিপুরের রাজ্যপালের

দুবছর ধরে মেইতি-কুকি জনগোষ্ঠীর মধ্যে জাতিগত দাঙ্গায় বিধস্ত মণিপুর। জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। সশস্ত্রগোষ্ঠীর বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরমধ্যে রাজ্যবাসীর কাছে ৭ দিনের মধ্যে সমস্ত বেআইনি অস্ত্রসমর্পণের অনুরোধ মণিপুরের রাজ্যপালের। নিদির্ষ্ট সময়ের মধ্যে তা না করলে নেওয়া হবে উপযুক্ত ব্যবস্থা।

জাতিগত হিংসায় গত ২ বছর ধরে বিধ্বস্ত মণিপুর। কুকি-জো এবং মেইতি- জনগোষ্ঠীরমধ্যে সহিংসতায় কমপক্ষে ২৫৮ জন নিহত হয়েছেন, আহত হয়েছেএক হাজারেরও বেশি । ৬০০০০ এর বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে । মুখ্যমন্ত্রী বীরেন সিংয়ের পদত্যাগের পর সেখানে জারি হয়েছে রাষ্ট্রপতি শাসন। রাজ্যে শান্তি শৃঙ্খলা ফেরাতে, সশস্ত্রগোষ্ঠীর বিরুদ্ধে লাগাদার অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ইতিমধ্যে রাজ্যের একাধিক এলাকা থেকে ভারি গোলাবারুদ সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়েছে।  পরপর অভিযানে একাধিক বিচ্ছিনতাবাদী ধরা পড়েছেন। মায়ানমার সীমান্তের খুব কাছেই খোঁজ মিলেছে একাধিক ঘাঁটির। এরইমধ্যে রাজ্যবাসীর কাছে ৭ দিনের মধ্যে সমস্ত অস্ত্র সমর্পণের আর্জি জানিয়েছেন মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা।

তিনি বৃহস্পতিবার বলেছেন, ‘বিগত ২০ মাস ধরে ধারাবাহিক সংঘর্ষে  একদিকে যেমন রাজ্যের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে, তেমনি এমন দুর্ভাগ্যজনক ঘটনার উপত্যকা এবং পার্বত্য অঞ্চলের জনগণ অত্যন্ত কষ্টের সম্মুখীন হয়েছেন।  এই প্রসঙ্গে আমি সমস্ত সম্প্রদায়ের মানুষকে, বিশেষ করে উপত্যকা ও পার্বত্য অঞ্চলের যুবকদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করছি, স্বেচ্ছায় এগিয়ে আসুন, সমস্ত বেআইনি অস্ত্র জমা দিয়ে, পুলিশের কাছে আত্মসমর্পণ করুন। থানা, ফাঁড়ি অথবা নিরাপত্তা বাহিনী ক্যাম্পে আগামী সাত দিনের মধ্যে, এই কাজ চলবে। অস্ত্র জমা দিলে রাজ্যের শান্তি ফিরে আসবে, দৃষ্টান্ত স্থাপন করা যাবে। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে নির্ধারিত সময়ের মধ্যে অস্ত্র ফেরত দিলে, কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা বর্তমান পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধান নিশ্চিত করতে দায়বদ্ধ। তরুণদের ভবিষ্যত সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আসুন আমরা আমাদের রাজ্য পুনর্গঠন করি। আশা, ভরসা ও বিশ্বাসে বলিয়ান হয়ে উজ্জ্বল ভবিষ্যত বেছে নেওয়ার পথে এগিয়ে যাই।’

প্রশাসনের সূত্র অনুযায়ী, ৩মে, ২০২৩-এ জাতিগত সংঘর্ষ শুরু হওয়ার পর,  মণিপুর জুড়ে পুলিশ স্টেশন এবং অস্ত্রাগার থেকে আনুমানিক ৬০০০ আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছিল৷ প্রায় ৪০০০ আগ্নেয়াস্ত্র এখনও নিখোঁজ রয়েছে৷ উদ্ধারকৃত কিছু আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে আমেরিকায় তৈরি এম সিরিজের অ্যাসল্ট রাইফেল। এখনো পর্যন্ত লুট হওয়া অস্ত্রের মাত্র ৩০ শতাংশ উদ্ধার করা সম্ভব হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক কর্মকর্তা জানিয়েছেন, ‘লুট করা অস্ত্রশস্ত্রের ব্যবহারেই মণিপুরে জাতিগত সংঘাতের এমন ভয়াবহ সহিংস রূপ দেখা গেছিল। সমস্ত অস্ত্র উদ্ধার করা না গেলে হিংসাও থামানো যাবে না। নিরাপত্তা সংস্থাগুলির কাছে এখন এটা বড়োসড়ো একটি চ্যালেঞ্জ।’


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!