- দে । শ
- এপ্রিল ২, ২০২২
অন্ধকার আর হাহাকারে উত্তপ্ত শ্রীলঙ্কা ! ভয়ানক সিদ্ধান্ত নিলেন লঙ্কার প্রেসিডেন্ট

শুক্রবার সন্ধ্যার পর জরুরি অবস্থা জারি করা হয়েছে শ্রীলঙ্কায়। শেষ কয়েকদিন ধরে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে দিন কাটাচ্ছে শ্রীলঙ্কা। পাওয়া যাচ্ছে না খাবার, চলছে না বিদ্যুৎ পরিষেবা। সেই পরিস্থিতিতে সে দেশে জরুরি অবস্থা জারি করলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গতোবায়া রাজাপাক্ষে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, শ্রীলঙ্কার সেনাবাহিনী যে কোনও সময়ে যে কোনও লোককে গ্রেফতার করতে পারবে, কোনও রকম বিচার ছাড়াই ।
এর আগে কার্ফু জারি করেছিল শ্রীলঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রক। শুক্রবার সকালেই সেই কার্ফু তুলে নেওয়া হয়। তার পর আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় ফের জারি করে দেওয়া হয় কার্ফু।এ দিকে শ্রীলঙ্কার বর্তমান সরকারের দিকে তোপ দেগে তীব্র আন্দোলন শুরু করেছে শ্রীলঙ্কার বিরোধী রাজনৈতিক শক্তিগুলি। প্ল্যাকার্ড হাতে তারা প্রতিবাদে নেমেছে রাস্তায়। সরকারের পদত্যাগের দাবি তুলেছেন প্রতিবাদীরা।
বর্তমানে দায়িত্বপ্রাপ্ত প্রশাসনও চাপে রয়েছে রাজনৈতিক কারণে। পরিস্থিতি খারাপ হওয়ার শ্রীলঙ্কা ফ্রিডম পার্টি, যারা কেন্দ্রে ক্ষমতাধীন দলের অন্যতম সহযোগী, জোট ছাড়ার হুমকি দিয়েছে । যদি কেয়ারটেকার সরকার তৈরি না করা হয়, তা হলে জোট ছাড়ার হুমকি দিয়েছে তাঁরা ।
❤ Support Us