Advertisement
  • টে | ক | স | ই
  • জুলাই ১১, ২০২২

ইতিহাস, ১০ মাস বয়সেই রেলের চাকরি পেল শিশুকন্যা ।

আরম্ভ ওয়েব ডেস্ক
ইতিহাস, ১০ মাস বয়সেই রেলের চাকরি পেল শিশুকন্যা ।

ভারতীয় রেলের ইতিহাসে সম্ভবত প্রথম এমন ঘটনা ঘটল। ছত্তীসগঢ়ের ১০ মাস বয়সের এক শিশুকে চাকরি দেওয়া হল। নেওয়া হল তার আঙুলের ছাপ।মাত্র ১০ মাস বয়সেই গিয়েছে একরত্তি শিশুকন্যা! হ্যাঁ, ভারতীয় রেলের ইতিহাসে এ এক নজিরবিহীন ঘটনা বলেই মনে করা হচ্ছে। ১০ মাসের শিশুকে চাকরি দেওয়া হল। সংবাদ সংস্থা সূত্রে খবর, দুর্ঘটনায় বাবা-মাকে হারিয়েছে ছত্তীসগঢ়ের ওই খুদে। বাবা রেলে কর্মরত ছিলেন। তাই তাঁর মৃত্যুর পর বাবার চাকরি দেওয়া হল ওই শিশুকে। ১৮ বছর বয়স হলে চাকরিতে যোগ দিতে পারবে শিশুটি। ইতিমধ্যেই রেজিস্ট্রেশন প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। শিশুটির আঙুলের ছাপও সে কারণে নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, গত ১ জুন পথ দুর্ঘটনায় মৃত্যু হয় শিশুটির বাবা-মায়ের। তবে প্রাণে বেঁচে যায় শিশুটি। তার বাবা রাজেন্দ্র কুমার ভিলাই রেলওয়ে ইয়ার্ডে কাজ করতেন। ৪ জুলাই দক্ষিণ পূর্ব মধ্য রেলওয়ের কর্মিবর্গ দফতরে (পার্সোনেল ডিপার্টমেন্টে) শিশুটিকে চাকরি দেওয়া হয়েছে। রেলের এক আধিকারিকের কথায়, ‘খুবই আবেগঘন মুহূর্ত। বাচ্চাটির আঙুলের ছাপ নেওয়ার কাজটা কঠিন ছিল আমাদের জন্য।’

রেলের সিনিয়র ডিভিশনাল পার্সোনেল অফিসার উদয় কুমার ভারতী বলেছেন, বাচ্চা মেয়েটির ভবিষ্যৎ নিশ্চিত করতে আগেভাগে তাঁর নাম রেজিস্টার করে রাখা হল। যাতে ভবিষ্যতে তাঁকে কোনও সমস্যায় পড়তে না হয়। বাচ্চাটিকে মানুষ করে তুলতে যা যা দরকার হবে সবরকমভাবেই সহায়তা করবে রেল। একইসঙ্গে তাঁর পরিবারের লোকজনকে বাচ্চাটির যত্ন নিতে, তাকে যথাযথ শিক্ষা দিতে বলা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!