- দে । শ
- ফেব্রুয়ারি ১২, ২০২৫
পড়শির সঙ্গে বচসা, চড়ের আঘাতে ঝরল প্রাণ

পড়শির সঙ্গে বচসার জের। এক চড়ে প্রাণ গেল মঙ্গলকোটের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব বাগদির (৪০)। অভিযুক্ত পড়শি তারকনাথ মাঝি ওরফে রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ও এলাকা সূত্রের খবর, বুদ্ধদেব মোড়বাঁধ এলাকার একটি পাওয়ার হাউসের অস্থায়ী কর্মী। ছুটি নিয়ে বাড়ি এসেছিলেন। বুদ্ধদেবের মা পূর্ণিমা মাঝি বলেন, দিন দশেক আগে সামান্য ব্যাপার নিয়ে ছেলের সঙ্গে রাজুর বচসা বাধে। তার মধ্যেই রাজু আমার ছেলেকে চড় কষালে সে মাটিতে লুটিয়ে পড়ে।’ রাজুকে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। পরদিন সেখান থেকে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় কলকাতার এনআরএস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে তার মৃত্যু হয়।
অন্যদিকে রাস্তা পারাপারের সময় টোটোর ধাক্কায় মৃত্যু হল বৃদ্ধার। মৃত রাধা সরকার (৮০) মন্তেশ্বরের কশা গ্রামের বাসিন্দা। মন্তেশ্বরের মোজাহারনগর মোড়ে দুর্ঘটনার পর গুরুতর জখম ওই বৃদ্ধাকে মন্তেশ্বর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা টোটোর দৌরাত্ম্যে লাগাম পরানোর দাবি তোলেন। পুলিশ ঘাতক টোটোটিকে আটক করেছে। খুঁজছে পলাতক চালককে।
❤ Support Us