- প্রচ্ছদ রচনা
- ফেব্রুয়ারি ১৭, ২০২৩
বকেয়া ডিএ-র দাবিতে বিধানসভা অভিযান সরকারি কর্মীদের, আগামী সপ্তাহে ৪৮ ঘণ্টা কর্মবিরতির ঘোষণা

বকেয়া মহার্ঘ্য ভাতার দাবিতে কলকাতার রাজপথে সরকারি কর্মচারীরা। দীর্ঘদিন ধরে শহিদ মিনার পাদদেশে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছিলেন সরকারি কর্মীদের একটি অংশ। দাবি, কেন্দ্রের সমহারে ডিএ প্রদান করতে হবে। এবার সে লক্ষ্য পূরণে শুক্রবার বিধানসভা অভিযানে পা মেলালেন ৩০ টি রাজ্য সরকারি কর্মীদের সংগঠন। সে সঙ্গে ছিল রাজভবনে ডেপুটেশন জমা দেওয়ার কর্মসূচি। কিন্তু ধর্মতলাতে পৌঁছানো মাত্র মিছিল আটকে দিল পুলিশ।
রাজ্য বিধানসভার বাজেটে ২০২৩ অর্থবর্ষে ৩ শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। কিন্তু , তা খুশি করতে পারেনি সরকারি কর্মীদের। ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁরা জানিয়েছিলেন, সামান্য মহার্ঘ ভাতা বৃদ্ধি ভিক্ষার দান ছাড়া আর কিছু নয়। কেন্দ্রীয় হারে মহার্ঘ্য ভাতা দিতে হবে রাজ্য সরকারকে। এ দাবিতে আজকে শুক্রবার ধিক্কার মিছিলের ডাক দেন যৌথ সংগ্রামী মঞ্চ। কর্মচারীদের সমস্ত সংগঠনকে আহ্বান জানানো হয়েছে এ মিছিলে। আগামী সপ্তাহে দুদিন কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ফলে, আশঙ্কা, সপ্তাহের প্রথমে সরকারি কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে।
বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন সরকারি কর্মীরা। ট্রাইবুনাল হাইকোর্ট পেরিয়ে এখন সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন অবস্থায় রয়েছে। গত বছর কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা দিতে হবে। কিন্তু রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। সরকার পক্ষের আইনজীবীর যুক্তি,বর্ধিত হারে ডিএ দিতে হলে রাজ্যের কোষাগার থেকে ৪১,৭৭০ কোটি টাকা খরচ হবে। যা রাজ্যের পক্ষে বহন করা অসম্ভব। শীর্ষ আদালতে ৫ ডিসেম্বর মামলার শুনানির দিন স্থির হয়। কিন্তু পরে তা পিছিয়ে গিয়ে হয় ১৪ ডিসেম্বর। কিন্তু নির্ধারিত দিনে বিচারপতি মামলা থেকে সরে দাঁড়ানোয়, আগামী ১৫ মার্চ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
❤ Support Us