Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ২৩, ২০২৩

ইডি-র বিবৃতি নিয়ে অভিষেক-শুভেন্দুর এক্স-এ যুদ্ধ। তদন্তের কী হবে জানতে চায় আমজনতা

আরম্ভ ওয়েব ডেস্ক
ইডি-র বিবৃতি নিয়ে অভিষেক-শুভেন্দুর এক্স-এ যুদ্ধ। তদন্তের কী হবে জানতে চায় আমজনতা

ইডি বনাম নারদ। অভিষেক বনাম শুভেন্দু। এই যুদ্ধের শেষ কোথায় ? সেটা হয়তো সময় বলবে। তবে এরই মধ্যে সোমবার সকাল থেকে টানা দু’দিন ধরে কলকাতার একাধিক ঠিকানা তল্লাশি চালিয়েছে ইডি। নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত কালীঘাটের কাকু তথা সুজয়কৃষ্ণ ভদ্রের বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগ রয়েছে। সেই সূত্র ধরে ওই তল্লাশি চালানো হয়েছে। আর এই তল্লাশির পর বুধবার দুপুরে সেই তল্লাশি সংক্রান্ত  একটি প্রেস বিবৃতি প্রকাশ করে ইডি জানিয়েছে, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ই হলেন লিপস অ্যান্ড বাউন্ডসের চেয়ারম্যান।

আর ইডি-র এই প্রেস বিবৃতি হাতে পেয়েই শুভেন্দু  অধিকারী ইডির নোটিশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ প্রসঙ্গে এক্স-এ লিখেছেন, “আমি এমন একজনের স্মৃতিকে সতেজ করতে চাই, যিনি বারবার বারবার বলছেন যে তিনি স্বেচ্ছায় ফাঁসির মঞ্চে হেঁটে যাবেন এবং যদি এজেন্সিগুলি তার বিরুদ্ধে কোনো অন্যায়ের প্রমাণ পায় তবে তিনি নিজেকে ফাঁসি দেবেন; পশ্চিমবঙ্গের লোকেরা আপনার শ্লীলতাহানি নিয়ে মাথা ঘামায় না, ফাঁসির মঞ্চে হাঁটার দরকার নেই, শুধু তদন্তকারী সংস্থার অফিসে গিয়ে সহযোগিতা করুন। আমি আশা করি এটি আপনার বিবেককে জাগানোর জন্য যথেষ্ট।”

এদিকে শুভেন্দু অধিকারীর এই এক্স-এ মন্তব্যের জবাবও এক্স-এই দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি নারদকাণ্ডে শুভেন্দু অধিকারীর টাকা নেওয়ার সেই ভিডিও, যা বিজেপি দফতর থেকে সেই সময় বিজেপি নেতা ও বর্তমান তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার সংবাদ মাধ্যমকে দেখিয়েছিলেন, সেই ভিডিওটি পোস্ট করে নীচে লেখেন, “আমি আশা করি এই ছবিটি আপনার বিবেককে আলোড়িত করার জন্য যথেষ্ট! আমি কি জানতে পারি আপনি কখন তদন্তকারী সংস্থা ইডি-র অফিসে যাচ্ছেন?”

এই যুদ্ধ নেতাদের মধ্যে থাকবেই। তবে তদন্তকারী সংস্থা তৃণমূলের অভিযোগ অনুযায়ী রাজনৈতিক কারণে বিরোধীদের ওপর ব্যবহার করা হবে না, বিজেপির বক্তব্য অনুসারে দুর্নীতি মুর্মূল করতে কাকে করবে সেটাই এখন দেখার। কেন না নিয়োগ দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্ত অনেকবারই এমন চূড়ান্ত জায়গায় এসে গতিহারা হয়েছে। সেটা কেন? তাই আমজনতা বলছে, এই তদন্ত দ্রুত শেষ হোক।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!