Advertisement
  • দে । শ
  • মে ২, ২০২৪

জলস্তর কমছে হুগলির, কলকাতাতেও বাড়বে পানীয় জলের সঙ্কট

আরম্ভ ওয়েব ডেস্ক
জলস্তর কমছে হুগলির, কলকাতাতেও বাড়বে পানীয় জলের সঙ্কট

বাংলার বিভিন্ন নদ নদী ক্রমশই সঙ্কুচিত হচ্ছে, কমছে জলস্তর । আর এই নিয়েই কপালে চিন্তার ভাঁজ কলকাতা পুর কর্তৃপক্ষের । সোমবারই মহানগরে জলের চাহিদা এবং যোগান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কলকাতা পুরসভার মেয়র এবং পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন কলকাতায় পানীয় জলের মূল উৎস হুগলি নদীর জলস্তর ক্রমশই কমছে, ভাটার সময় জলের যোগান তলানিতে ঠেকে । তখন নদী থেকে জল তোলার প্রক্রিয়া থমকে যাচ্ছে । তাই নগরবাসীকে জল অপচয় বন্ধ করার কথা বলেছেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন, গত এক দশকে কলকাতা পুরসভার জলশোধন এবং সরবারহের হার প্রতিদিনে ২৮৫ মিলিয়ন গ্যালন থেকে বেড়ে ৫১০ মিলিয়ন গ্যালন হয়েছে । কলকাতার আশপাশের পুর নিগম গুলোও তাদের পরিশোধিত জল সরবারহের মাত্রা বাড়িয়েছে ।

হঠাৎ নদীর জলে টান কেন ? অনাবৃষ্টি, বাড়তি তাপপ্রবাহই কী একমাত্র কারণ ? এ প্রশ্নের উত্তরে নদী বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রতিবছরই এপ্রিল-মে মাসে নদীতে জলস্তর কম থাকে । এর মূল কারণ গাঙ্গেয় উপত্যকায় যে রাজ্য গুলি ওপরের দিকে অবস্থিত যেমন উত্তরপ্রদেশ,উত্তরাখন্ড, বিহার সেখানে সেচ এবং শিল্পায়নের প্রয়োজনে নদীর জলস্রোতকে ঘুরিয়ে দিচ্ছে, ফলে নীচের দিকে রাজ্য গুলিতে জলস্তর ক্রমশ কমতে থাকে । নদী তীরবর্তী অপরিকল্পিত নগরায়ণও গঙ্গার জলস্তর কমার অন্যতম কারন। পাশাপাশি, বাংলার অন্যান্য নদী যেমন দামোদর, অজয়, জলঙ্গি, চুড়নি আগে হুগলি নদীর প্রবাহকে যতটা পুষ্ট করতো, এখন তাদের ভাড়ারেও টান। অনেক নদীই মজে গেছে, সঙ্কুচিত হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!