- বৈষয়িক
- ডিসেম্বর ৫, ২০২২
আলাপনকে বিজনেস কাউন্সিলের সংবর্ধনা। নেতিকে নস্বাৎ করে সম্ভাবনার আগাম ছবি দেখালেন মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা

প্রশাসকের বিরল সাফল্য ছাড়াও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা আর পশ্চিমবঙ্গের হেরিটেজ কমিশনের চেয়ারম্যান আলাপন বন্দোপাধ্যায়কে ছুঁয়ে আছে ব্যক্তি প্রতিভার নানা উদ্ভাস। সুলেখক, সুপাঠক আর সুবক্তা হিসেবে সুপরিচিত তাঁর মননশীল অভিমুখ।রবিবার, বেঙ্গল বিজনেস কাউন্সিলের সভায় বেঙ্গল বিজনেস অ্যান্ড ইটস ইনফ্লুয়েন্স– পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড দি ফিউচার শীর্ষক বক্তৃতায় সব নেতিকে অস্বীকার, বাঙালির ব্যবসা চেতনার উজ্ব্বল বৈশিষ্ট্য তুলে ধরে স্পষ্ট ভাষায় বললেন, ভবিষ্যতের বাঙালি নির্মাণ আর বাণিজ্যের পথ দিয়েই এগোবে। তাঁর সাংস্কৃতিক, রাজনৈতিক আর অর্থনৈতিক সঙ্গাও নির্ণয় করবে শিল্পায়িত ব্যবসাকে জড়িয়ে। প্রাক্তন মুখ্য সচিব আলাপন বন্দোপাধ্যায়কে এদিন সংবর্ধনা জানায় বেঙ্গল বিজনেস কাউন্সিল।ব্যঙ্কিং ব্যবসার উজ্জ্বল নক্ষত্র চন্দ্রশেখর ঘোষ আর বিজনেস কাউন্সিলের সফল কর্মকর্তারা সংবর্ধনার স্মারক চিহ্ন তাঁর হাতে তুলে দিয়ে প্রকারন্তরে জানিয়ে দিলেন, আলাপনের উপলব্ধি থেকে তাঁদের ভাবনা আবেগের বিলকূল দূরত্ব নেই।
❤ Support Us