Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • জুন ১৪, ২০২২

কাশ্মীরে হঠাৎ-আলোর পূর্বাভাস। এবার বিমার আওতায় গুহগামী ঘোড়া।

আরম্ভ ওয়েব ডেস্ক
কাশ্মীরে হঠাৎ-আলোর পূর্বাভাস। এবার বিমার আওতায় গুহগামী ঘোড়া।

ছবি: এএনআই ।

আগামী ৩০ জুন, পহেলগাঁও-এর চন্দনবাড়ি থেকে হাজার হাজার তীর্থযাত্রী ত্রিস্তরীয় নিরাপত্তার সহযোগে অমরনাথ যাত্রা শুরু করবেন। চলবে ১১ আগস্ট পর্যন্ত, সেদিন রাখিবন্ধন । চন্দনবাড়ি থেকে ৩৫ কিমি পাহাড়ি রাস্তা দুর্গম, ক্রমশ উপর দিকে উঠছে। বিপদ উঁচিয়ে থাকে। যে কোনো মুহূর্তে অঘটন ঘটতে পারে। ঘটে না এমন নয়। বারবার ঘটেছে। এর বাইরে সন্ত্রাসী হামলার শঙ্কা ঝুলতে থাকে। উঠতে হয় ঘোড়ার পিঠে। ঘোড় চালকরা হিন্দু নন, অধিকাংশই কাশ্মিরী মুসলিম। তারাও প্রকারান্তরে ‘পবিত্র’ তীর্থযাত্রী হয়ে ওঠে। বহুকাল থেকে অমরনাথ নির্বিশেষের আরাধ্য। মুসলিমরা তাঁকে ঋষিজ্ঞানে ভক্তি করেন। এ যাত্রার অর্থনৈতিক দিকটি খুবই পরিস্কার। গরির আয় বাড়ে । পর্যটন ব্যবসা ফুলে ওঠে। করোনা পর্বে তার্থযাত্রা থমকে দাঁড়ায়। উপত্যকার হোটেল ব্যবসা মুখ থুবড়ে পড়ে। এবার যাত্রার সুবর্ণ আবার ফিরে আসছে। এ তো আনন্দের একদিক, আরেকদিক যে ঘোড়ার পিঠে চেপে তীর্থযাত্রীরা হিমালয়ের মনোহর আর রহস্যময় গুহায় পৌঁছবেন সে ঘোড়াকে এবং জলবাহী স্থানীয় কর্মীকে জম্মু কাশ্মীর সরকার দুর্ঘটনা বিমার অন্তর্ভুক্ত করেছে। ক্ষতিপূরণের আর্থিক পরিমান পাঁচ লাখ ।

অমরনাথ যাত্রীদের মূল বেসক্যাম্প পহেলগাঁওয়ের লিডার অনন্তনাগ জেলা প্রাণীসম্পদ আধিকারিক মোশারফ খান দাবি করেন, দেশের মধ্যে এই প্রথম পুণ‌্যার্থীদের বহনকারী ঘোড়ার এমন বিমা চালু হল। এই বিমা চালু হওয়ার ফলে খুশির হাওয়া বইছে উপত্যকায় । তীর্থযাত্রীদের জন্য বাহনের সঙ্গে পনিওয়ালা অর্থাৎ ঘোড়ার সঙ্গে থাকা দক্ষ কর্মীদের বিমার আওতায় আনতেই অনন্তনাগ ও গান্ধেরবাল জেলার ঘোড়ার সঙ্গে যুক্ত রোজগার নির্ভর পরিবারগুলোও আনন্দে উচ্ছ্বসিত।

কেন্দ্র শাসিত জম্মু কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা সম্পূর্ণ বিনামূল্যে ঘোড়া ও মালিকদের জন্য বিমার ব্যাবস্থা করার নির্দেশ দিয়েছেন। এই কাজ সুস্থভাবে সম্পন্ন করতে প্রাণী সম্পদ দফতর, পশুচিকিৎসক, জেলা প্রশাসকের প্রতিনিধি এবং অবশ্যই হাজির বিমা সংস্থার কর্তারা এসে উপস্থিত হন। প্রাণীসম্পদ দফতর ঘোড়াকে ফিট সার্টিফিকেট দিলে তারপর সঠিক কাগজপত্র ছাড়াও ঘোড়ার ডানদিকের কানে পাঞ্চিং মেশিন জাতীয় যন্ত্র দিয়ে নম্বর ও মালিক এবং ঘোড়ারও নাম লেখা হচ্ছে। অতিমারির কারণে বিগত কয়েকবছর অমরনাথ যাত্রা বন্ধ ছিল। এবার তাই স্বভাবতই ভিড় বাড়বে । অনন্তনাগ ও গান্ধেরবাল, দুই জেলাকে মাত্র পাঁচ হাজার ঘোড়ার বিমা করতে বলা হয়েছে। কিন্তু স্বয়ং উপরাজ্যপাল দিন কয়েক আগে দাবি করেছেন, তিন বছর অমরনাথ যাত্রা বন্ধ থাকার পর এবার রেকর্ড পুণ‌্যার্থী দেবাদিদেব দর্শনে আসছেন। আর এর ৮০ শতাংশের বেশি চন্দনবাড়ি থেকে হয় পায়ে হেঁটে নয়তো ঘোড়ায় চেপে পবিত্র গুহায় পৌঁছাবেন। তা হলে, এই মাত্র পাঁচ হাজারের বিমা করিয়ে কি লাভ হবে?

কোভিডের কারণে ২০২০ ও ২০২১, দুবছর ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের জেরে অমরনাথ যাত্রা বন্ধ ছিল। এবছর অতিরিক্ত শিবভক্ত যেমন আসছে তেমনই দীর্ঘদিন ঘাপটি মেরে থাকা পাক জঙ্গিরা নাশকতা ঘটাতে পারে, এমন আশঙ্কা প্রবল। এরই মধ্যে গত ৭ মে পহেলগাঁও থেকে ঢিল ছোড়া দূরত্বে তিন হিজবুল মুজাহিদিন জঙ্গি অমরনাথ যাত্রার প্রস্তুতি বানচাল করার চেষ্টা করেছিল। কিন্তু সিআরপিএফ তিনজনকেই খতম করে। এর মধ্যে মোহমদ আশরাফ নামের একজনের মাথার দাম ছিল ২৫ লাখ টাকা। তাই তিনবছর পর, বিশেষ করে ৩৭০ ধারা বিলোপ শেষে দেশের অন্যতম সেরা তীর্থযাত্রা নিষ্কণ্টক করতে মরিয়া খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বস্তুত এই কারণে উপত্যকায় সবর্ত্রই সার দিয়ে সিআরপিএফ মোতায়েন করা হয়ে গিয়েছে। প্রতিটি ব্রিজ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সব জায়গায় পজিশন নিয়েছে কেন্দ্রীয় বাহিনী। পর্যটকের গাড়িও যেখানে সেখানে তল্লাশি চলছে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!