Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৫, ২০২৩

নেপালকে হারিয়ে সুপার ফোরে রোহিতরা, ১০ সেপ্টেম্বর আবার ভারত–পাক লড়াই

আরম্ভ ওয়েব ডেস্ক
নেপালকে হারিয়ে সুপার ফোরে রোহিতরা, ১০ সেপ্টেম্বর আবার ভারত–পাক লড়াই

১০ সেপ্টেম্বর এশিয়া কাপে আবার মুখোমুখি ভারত ও পাকিস্তান। পাকিস্তান আগেই সুপার ফোরের ছাড়পত্র পেয়ে গিয়েছিল। সোমবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নেপালকে ১০ উইকেটে উড়িয়ে সুপার ফোরে উঠেছে ভারত। গ্রুপে দ্বিতীয় হয়ে সুপার ফোরের ছাড়পত্র পেয়েছেন রোহিত শর্মারা।
গ্রুপ লিগে বৃষ্টির জন্য ভারত–পাকিস্তান ম্যাচ ভেস্তে গিয়েছিল। পাল্লেকেলেতে এদিন ভারত–নেপাল ম্যাচেও ব্যাঘাত ঘটাল বৃষ্টি। বৃষ্টির জন্য বেশ কয়েকবার ম্যাচ বন্ধ হয়। প্রথমে ব্যাট করে নেপাল তুলেছিল ২৩০। বৃষ্টির জন্য খেলা দীর্ঘক্ষণ বন্ধ থাকে। শেষ পর্যন্ত আবার খেলা শুরু হলেও ওভার সংখ্যা কমে যায়। ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫। ১৭ বল বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। হাফ সেঞ্চুরি করেন অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিল।
টস জিতে নেপালকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। পাকিস্তান ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ায় ভারতীয় বোলাররা পরীক্ষিত হননি। বোলারদের পরীক্ষা করার জন্য তাই এদিন প্রথমে ফিল্ডিং নিয়েছিলেন রোহিত শর্মা। আন্তর্জাতিক ক্রিকেটে নাবালক নেপালও কিন্তু ভারতীয় বোলারদের বিরুদ্ধে ২৩০ রান তুলে ফেলল। ভাল শুরু করেছিলেন নেপালের দুই ওপেনার কুশল ভুরটেল (‌৩৮)‌ ও আসিফ শেখ (‌৫৮)‌। মিডল অর্ডার ব্যর্থ হলেও নেপালকে ২৩০ রানে পৌঁছে দেন গুলশান ঝা (‌২৩)‌, দীপেন্দ্র সিং (‌২৯)‌, সোমপাল কামি (‌৪৮)‌। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ও মহম্মদ সিরাজ ৩টি করে উইকেট নেন।
ডাকওয়ার্থ–লুইস নিয়মে ভারতের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ২৩ ওভারে ১৪৫। পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হলেও এদিন দারুম ছন্দে ছিলেন রোহিত ও শুভমান। নেপালের বোলারদের কোনও সুযোগই দেননি। ২০.‌১ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১৪৭ রান তুলে ম্যাচ জিতে নেয় ভারত। ৫৯ বলে ৭৪ রান করে অপরাজিত থেকেন রোহিত শর্মা। ৬২ বলে ৬৭ রান করেন শুভমান গিল।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!