Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ১২, ২০২৩

শচীনের রেকর্ড ভেঙে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১০ হাজার রানের মাইলস্টোনে রোহিত

আরম্ভ ওয়েব ডেস্ক
শচীনের রেকর্ড ভেঙে দ্বিতীয় দ্রুততম হিসেবে ১০ হাজার রানের মাইলস্টোনে রোহিত

এশিয়া কাপে রেকর্ডের ছড়াছড়ি ভারতের। পাকিস্তানের বিরুদ্ধে আগের ম্যাচে ভারতের দ্রুততম ক্রিকেটার হিসেবে একদিনের ম্যাচে ১৩ হাজার রানের রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। আর মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ১০ হাজার রানের মাইলস্টোনে পৌঁছে গেলেন রোহিত শর্মা। নাম লেখালেন শচীন তেন্ডুলকার, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, মহেন্দ্র সিং ধোনিদের তালিকায়। এদিন ২২ রান করার সঙ্গে সঙ্গে ১০ ক্লাবে ঢুকে পড়েন রোহিত শর্মা।
শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নামার আগে ১০ হাজার রান থেকে ২২ রান দুরে ছিলেন রোহিত। সপ্তম ওভারে কাসুন রাজিথার পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ১০ হাজারের মাইলস্টোনে পৌঁছে যান। ভারতের দ্বিতীয় ব্যাটার হিসেবে দ্রুততম ১০ হাজার রান করলেন রোহিত। ভেঙে দিলেন শচীন তেন্ডুলকারের রেকর্ড। দ্রুততম ১০ হাজারের রেকর্ড বিরাট বিরাট কোহলির দখলে। ২০৫ ম্যাচে ১০ হাজার রানে পৌঁছেছিলেন কোহলি। এই মাইলস্টোনে পৌঁছতে শচীনের লেগেছিল ২৫৯ ইনিংস। আর রোহিত শর্মা ২৪১ ইনিংসে ১০ হাজারের মাইলস্টোনে পৌঁছলেন। সৌরভ গাঙ্গুলির লেগেছিল ২৬৩ ইনিংস।
২০০৭ সালে একদিনের ক্রিকেটে অভিষেক হলেও প্রথম দিকে দলে সেভাবে সুযোগ পেতেন না। এমনকি ২০১১ বিশ্বকাপ দলেও সুযোগ পাননি। ২০১৪ সাল থেকে ভারতীয় দলের নিয়মিত সদস্য। কোহলি নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর তাঁর হাতে সব ধরণের ফরম্যাটের নেতৃত্ব তুলে দেন নির্বাচকরা। এবারের বিশ্বকাপই হয়তো অধিনায়ক হিসেবে রোহিতের কাছে শেষ বিশ্বকাপ। তাঁর জায়গায় হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করার সিদ্ধান্ত প্রায় নিয়েই ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
গ্রুপ লিগে পাকিস্তান ও নেপালের বিরুদ্ধে রান পাননি রোহিত। সুপার ফোরে পাকিস্তানের বিরুদ্ধে হাফ সেঞ্চুরির পর এদিন শ্রীলঙ্কার বিরুদ্ধেও হাফ সেঞ্চুরি করেন। ৪৮ বলে ৫৩ রান করে দিমুথ ওয়েলালাগের বলে বোল্ড হন। মারেন ৭টি ৪ ও ২টি ৬। এটা তাঁর একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫১ তম হাফ সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন ৩০। সর্বোচ্চ ২৬৪।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!