Advertisement
  • বি। দে । শ
  • মে ৪, ২০২৪

খালিস্তানি সন্ত্রাসী নিজ্জর হত্যা মামলায় কানাডা পুলিশের হেফাজতে তিন ভারতীয়

আরম্ভ ওয়েব ডেস্ক
খালিস্তানি সন্ত্রাসী নিজ্জর হত্যা মামলায় কানাডা পুলিশের হেফাজতে তিন ভারতীয়

খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জর হত্যা মামলায় তিনজন ভারতীয়কে গ্রেফতার করেছে কানাডিয়ান পুলিশ। রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ গ্রেফতার হওয়া তিন ভারতীয়র ছবিও প্রকাশ করেছে। গ্রেফতার হওয়া তিন ভারতীয় হলেন করণ ব্রার, কমলপ্রীত সিং ও করণপ্রীত সিং।
শুক্রবার এক বিবৃতিতে কানাডিয়ান পুলিশ জানিয়েছে যে, তারা তিনজন ভারতীয়কে গ্রেফতার করেছে। পুলিশের সন্দেহ, যারা গত বছর খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জারকে হত্যার স্কোয়াডের অংশ ছিল। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো হরদীপ সিং হত্যাকাণ্ডে ‘‌ভারতীয় এজেন্ট’‌দের ভূমিকার কথা তুলে ধরেছিলেন। এই নিয়ে গত বছর ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক দ্বন্দ্বের সূত্রপাত হয়েছিল। ভারত জাস্টিন ট্রুডোর অভিযোগকে ‘‌অযৌক্তিক’‌ এবং ‘‌উদ্দেশ্যপ্রণোদিত’‌ বলে অভিহিত করে।

যে তিন ভারতীয় গ্রেফতার হয়েছেন, তাদের মধ্যে করণ ব্রার ও কমলপ্রীত সিংয়ের বয়স ২২ বছর, আর করণপ্রীত সিংয়ের বয়স ২৮ বছর। এরা ৩ থেকে ৫ বছর ধরে আলবার্টাতে অস্থায়ী বাসিন্দা হিসাবে বসবাস করছিলেন। এমনই তথ্য তুলে ধরেছেন ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের নেতৃত্বদানকারী সুপারিনটেনডেন্ট মনদীপ মুকার। এই তিন ভারতীয়র বিরুদ্ধে আদালতে ফার্স্ট ডিগ্রি হত্যা এবং হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে আসা  হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের কেউ আগে একে অপরের সঙ্গে পরিচিত ছিল না। ভারত সরকারের সঙ্গে এই তিনজনের কোনও সম্পর্ক আছে কিনা তদন্ত করছে পুলিশ।

শুক্রবার রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার ডেভিড টেবুল বলেছেন, ‘‌হত্যাকাণ্ডটি খুব সক্রিয় তদন্তের অধীনে রয়েছে। এই বিষয়ে পৃথক এবং স্বতন্ত্র তদন্ত চলছে। গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে ভারত সরকারের সাথে সম্পর্ক আছে কিনা, তা নিয়েও তদন্ত চলছে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!