- মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৬, ২০২৪
ওয়ার্নারকে জীবনের শেষ টেস্টে জয় উপহার, পাকিস্তানকে হোয়াইটওয়াশ অস্ট্রেলিয়ার
ক্রিকেটজীবনের শেষ প্রান্তে এসে দুটি স্বপ্ন ছিল ডেভিড ওয়ার্নারের। জীবনের শেষ টেস্ট নিজের ঘরের মাঠ সিডনিতে খেলা। আর জিতে মাঠ ছাড়া। দুটি স্বপ্নই পূরণ হল অস্ট্রেলিয়ার এই ওপেনারের। যদিও ম্যাচ শেষ করে সাজঘরে ফেরা হয়নি ওয়ার্নারের। অস্ট্রেলিয়ার জয় থেকে ১১ রান দুরে থাকার সময়ই আউট হয়ে ফিরতে হয় তাঁকে। সিরিজ আগেই জিতে গিয়েছিল। সিডনিতে শেষ টেস্টে ৮ উইকেটে জিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া।
পাকিস্তানের ৩১৩ রানের জবাবে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে তুলেছিল ২৯৯। ১৪ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তৃতীয় দিনের শেষে রান ছিল ৭ উইকেটে ৬৮। ক্রিজে ছিলেন মহম্মদ রিজওয়ান ও আমের জামালা। প্রথম ইনিংসে এই দুই ব্যাটার দলের মান বাঁচিয়েছিলেন। এদিনও প্রথম সেশনের প্রথম ঘন্টায় দারুণ লড়াই করেন। ১৩.৪ ওভার ক্রিজ আঁকড়ে পড়েছিলেন। অবশেষে ৪২ রানের জুটি ভাঙেন প্যাট কামিন্স। তিনি তুলে নেন আমের জামালকে (১৮)। এরপর আর বেশিক্ষণ স্থায়ী হয়নি পাকিস্তানের ইনিংস। ৪৩.১ ওভারে ১১৫ রানে গুটিয়ে যায়। ২৮ রান করেন রিজওয়ান। ১৬ রানে ৪ উইকেট নেন হ্যাজেলউড। ৩৬ রানে ৩ উইকেট নাথান লায়নের।
জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। প্রথম ওভারেই উসমান খোয়াজাকে (০) তুলে নিয়ে পাকিস্তানকে লড়াইয়ের স্বপ্ন দেখিয়েছিলেন সাজিদ খান। কিন্তু জীবনের শেষ টেস্টে দলের জয়ে নিশ্চিত করে যান ওয়ার্নার। তাঁর ও মার্নাস লাবুশেনের জুটি অস্ট্রেলিয়াকে জয়ের দিকে এগিয়ে দেয়। ৭৫ বলে ৫৭ রান করে সাজিদ খানের বলে ওয়ার্নার যখন আউট হন, অস্ট্রেলিয়ার রান তখন ১১৯। এরপর অস্ট্রেলিয়াকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন লাবুশেন (অপরাজিত ৬২) ও স্টিভ স্মিথ (অপরাজিত ৪)। ৩–০ ব্যবধানে সিরিজ জিতল অস্ট্রেলিয়া। ম্যাচের সেরা হয়েছেন আমের জামাল, সিরিজের সেরা প্যাট কামিন্স।
সংক্ষিপ্ত স্কোর: পাকিস্তান ১ম ইনিংস : ৭৭.১ ওভারে ৩১৩ (রিজওয়ান ৮৮, জামাল ৮২, কামিন্স ৫/৬১, স্টার্ক ২/৭৫)। অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১০৯.৪ ওভারে ২৯৯ (লাবুশেন ৬০, মার্শ ৫৪, জামাল ৬/৬৯, সলমান ২/৪৩)। পাকিস্তান ২য় ইনিংস : ৪৩.১ ওভারে ১১৫ (আয়ুব ৩৩, রিজওয়ান ২৮ হ্যাজলউড ৪/১৬, লায়ন ৩/৩৬),অস্ট্রেলিয়া ২য় ইনিংস : ২৫.৫ ওভারে ১৩০/২ (লাবুশেন অপরাজিত ৬২, ওয়ার্নার ৫৭, স্মিথ অপারজিত, সাজিদ ২/৪৯)।
ফলাফল: অস্ট্রেলিয়া ৮ উইকেটে জয়ী।
ম্যাচের সেরা: আমের জামাল।
সিরিজের সেরা : প্যাট কামিন্স।
❤ Support Us