- এই মুহূর্তে দে । শ
- ডিসেম্বর ২২, ২০২৩
কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ ঘনিষ্ঠ, প্রতিবাদে পদ্মশ্রী ফিরিয়ে দিলেন বজরং পুনিয়া
আবার খবরের শিরোনামে ভারতীয় কুস্তি। ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর খেলা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন কুস্তিগীর সাক্ষী মালিক। এবার আর বড় পদক্ষেপ নিলেন বজরং পুনিয়া। ভারত সরকারের দেওয়া পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন এই কুস্তিগীর। সোশ্যাল মিডিয়ায় পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিঠি লিখেছেন বজরং পুনিয়া।
বৃহস্পতিবার ছিল ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন। এবারের নির্বাচনে ব্রিজভূষণ শরণ সিং নিজে প্রতিদ্বন্দ্বিতা না করলেও সভাপতি পদে দাঁড় করিয়েছিলেন তাঁরই ঘনিষ্ঠ ও ব্যবসায়িক সহযোগী সঞ্জয় সিংকে। এর আগে কুস্তি ফেডারেশনের সহ-সচিবের দায়িত্ব পালন করেছিলেন সঞ্জয় সিং। তাঁর বিরুদ্ধে কুস্তিগীররা দাঁড় করিয়েছিলেন কমনওয়েলথ গেমসে পদকজয়ী অনিতা শেরওয়ানকে। কিন্তু নির্বাচনে ব্রিজভূষণ ঘনিষ্ঠ সঞ্জয় সিং অনিতাকে হারিয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন।
সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হওয়ার পরপরই সাক্ষী মালিক কুস্তি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করেন। আর আজ বজরং পুনিয়া পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দিলেন। কারণ ব্রিজভূষণ শরণ সিং সরে গেলেও তাঁর ঘনিষ্ঠ সহযোগীরাই আবার কুস্তি ফেডারেশনের ক্ষমতায় এসেছেন। সোশ্যাল মিডিয়ায় পদ্মশ্রী সম্মান ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন বজরং পুনিয়া। প্রধানমন্ত্রীকে লেখা চিঠির প্রতিলিপিও সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন। বজরং সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “আমি প্রধানমন্ত্রীকে পদ্মশ্রী খেতাব ফেরত দিচ্ছি। এটা আমার সিদ্ধান্ত। এই চিঠির মাধ্যমে সেটা ঘোষণা করছি।’
প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে বজরং বুনিয়া জানিয়েছেন, “দেশের কুস্তিগীরদের সঙ্গে এমন অনেক কিছু ঘটছে যার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করা জরুরি। সরকার আমাদের কথা দিয়েছিল ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতিশ্রুতি পেয়ে আমরা প্রতিবাদ আন্দোলন বন্ধ করেছিলাম। কিন্তু তিন মাস কেটে গেলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।’
বজরং তাঁর লম্বা চিঠিতে আরও লিখেছেন, “আমরা আবার প্রতিবাদ শুরু করি। কিন্তু জানুয়ারিতে ১৯টি অভিযোগ থাকলেও তা কমে আসে সাতে। এটা প্রমাণ করে যে ব্রিজভূষণ কতটা প্রভাবশালী। ১২জন কুস্তিগীর প্রতিবাদ আন্দোলন থেকে সরে আসে। ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেওয়ায় এই ঘটনার প্রতিবাদ আমি পদ্মশ্রী খেতাব ফিরিয়ে দিচ্ছি।’
❤ Support Us