শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের একটি হাসপাতালে প্রয়াত হলেন সুরকার ও গায়ক বাপ্পি লাহিড়ি। বয়স হয়েছিল ৬৯ । জানা গেছে বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন । ভরতি হতে হয়েছিল ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। সেখান থেকে সোমবার ছেড়ে দেওয়া হয় তাঁকে। কিন্তু মঙ্গলবার থেকে ফের তাঁর শারীরিক অবনতি হতে থাকে। এরপরই তাঁকে ক্রিটিকেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিতে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া হল ঘুম-সম্পর্কিত শ্বাস-প্রশ্বাসের একটি ব্যাধি।
গত শতকের আটের দশকে ভারতীয় চলচ্চিত্রের জগতে পপ-ডিস্কো গানের যে জোয়ার এসেছিল তাঁর অন্যতম স্রষ্ঠা ছিলেন বাপি। ‘ডিস্কো ডান্সার’, ‘ডান্স ডান্স’ একের পর এক ছবিতে তাঁর সুর তরুণ প্রজন্মকে আন্দোলিত করেছিল। ২০১১ সালে ‘ডার্টি পিকচার’ ছবিতে ‘উলালা’ গানের মধ্যে দিয়ে আবার দর্শকের মন নেচে উঠেছিল । তিনি বুঝিয়ে দিয়েছিলেন, প্রজন্মের পর প্রজন্মকে বুঁদ করে রাখার কোন জাদুক্ষমতায় বলীয়ান তিনি। রোমান্টিক গানেও বাপি লাহিড়ির সুরে ছিল সমান জাদু। বাংলা ছবি ‘অমরসঙ্গী’র ‘চিরদিনই তুমি যে আমার’ তো এখনও প্রেমের গানের তালিকায় শীর্ষে ।
একেবারে ছোটবেলা থেকেই সাংগীতিক পরিবারে বেড়ে ওঠা। বাবা ও মা দু’জনেই ছিলেন সংগীত জগতের মানুষ। ৩ বছর বয়সে তবলা বাদক হিসেবে কেরিয়ার শুরু। ২০২০ সালে ‘বাগী ৩’ ছবিতে ‘ভাঙ্কাস’ গানটিই ছিল তাঁর শেষ কাজ। মাঝের দীর্ঘ সময়ে সুরকার তো বটেই, কণ্ঠশিল্পী হিসেবেও যে অবদান তিনি রেখেন গেলেন তা অবিস্মরণীয়। গোটা কেরিয়ারে ৫০০টি ছবিতে পাঁচ হাজারের বেশি গানে সুর দিয়েছেন বাপি লাহিড়ি। একদিনে সবচেয়ে বেশি সংখ্যক গানের রেকর্ডিং করায় তাঁর নাম ‘গিনিস বুক অফ ওয়ার্ল্ড’ রেকর্ডেও উঠেছিল।
গায়ক, সুরকারের পাশাপাশি সমাজসেবকও ছিলেন বাপি লাহিড়ি। স্বেচ্ছাসেবী সংস্থা জাস্টিস ফর উডোসে তাঁর অবদানের জন্য বাপি লাহিড়কে ‘হাউজ অফ দ্য লর্ড’ সম্মানও দেওয়া হয়েছিল।
তাঁর মৃত্যুতে শোকের ছায়া আরও ঘন হল সংগীত জগতে। বাপি লাহিড়ির সঙ্গে ছবি দিয়ে শোকবার্তা প্রধানমন্ত্রীর। নরেন্দ্র মোদির টুইট, বাপির সমস্তটা জুড়ে ছিল সঙ্গীত, নানা ধরনের আবেগকে তিনি অসাধারণভাবে ফুটিয়ে তুলেছেন। প্রজন্মের পর প্রজন্ম তাঁর কাজ মনে রাখবে। তাঁর মৃত্যুতে শোকাহত। পরিবার ও অনুরাগীদের প্রতি সমবেদনা। ওঁ শান্তি।কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহ-র টুইট— কিংবদন্তী সঙ্গীতশিল্পী-সুরকার বাপি লাহিড়ির মৃত্যুতে শোকাহত। তাঁর প্রয়াণ ভারতীয় সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লিখেছেন— কিংবদন্তী সুরকার ও সঙ্গীতশিল্পী বাপি লাহিড়ি (অলকেশ লাহিড়ি)-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। উত্তরবঙ্গের সন্তান আমাদের বাপি লাহিড়ি অসামান্য প্রতিভা ও কঠোর পরিশ্রমে সর্বভারতীয় খ্যাতি অর্জন করেছিলেন। তাঁর সাঙ্গীতিক অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছেন, দীর্ঘ কয়েক দশক ধরে অবিস্মরণীয় সুরের জাদুতে শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করে রেখেছেন। হিন্দি,বাংলা ছাড়াও তিনি তেলুগু, তামিল, কন্নড়-সহ বিভিন্ন ভাষার চলচ্চিত্রের গানে সুরারোপ করেছিলেন। তাঁর মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি বাপি লাহিড়ির পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34