- দে । শ ভা | ই | রা | ল
- মে ৬, ২০২৩
ব্রিটিশ রাজবস্ত্রে বাঙালি মেয়ের ছোঁয়া , অভূতপূর্ব কৃতিত্বে গর্বিত হুগলী

ভারতীয়দের পরিধেয় বস্ত্রকে একদা খাটো করে দেখা গ্রেট ব্রিটেনের রানির অঙ্গে শোভা পেল বাংলার ডিজাইনারের তৈরি পোষাক। অসামান্য এ নজির স্থাপন করেছেন হুগলির গ্রামীন এলাকার বছর ২৯-এর এক মেয়ে। নাম প্রিয়াঙ্কা মল্লিক। ইংল্যাণ্ডের মাটিতে কখনো তার পা পড়েনি। তবে তার নকশায় তৈরি পোশাক তার এক আন্তর্জাতিক পরিচিত তৈরি করল।
শনিবারের রাজ্যাভিষেক অনুষ্ঠানে রাজপরিবারের সকলেই উপস্থিত হয়েছেন জমকালো পোষাকে। বাহারি পোষাকে প্রত্যেকেই যেন বলে উঠতে চাইছেন- এবলে আমায় দেখ, ও বলে আমায়। তা মধ্যেও বিশেষ নজর কেড়ে নিয়েছে রানি ক্যামিলার ইটারনাল রোজ থিমে তৈরি গাউন। অসংখ্য পাপড়ির মোটিফে বসানো লাল গোলাপে তৈরি সে বস্ত্র চার্লস গিন্নির সৌন্দর্যই যেন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে । সঙ্গে রয়েছে গোলাপ-হ্যাট। শুধু রানি নয়, রাজপদে অভিষিক্ত রাজার কোর্টের শোভা বর্ধনকারী কসমিক বাটারফ্লাই ব্যাচ যেন রাজবস্ত্রে অন্য মাত্রা যোগ করেছে। যার সম্পূর্ণ কৃতিত্ব বাংলার প্রিয়াঙ্কার। শুধু তাই নয়, রয়্যাল কমনওয়েলথ সোসাইটিরও সদস্য তিনি।
বিরল কৃতিত্বের অধিকারী প্রিয়াঙ্কা ওয়েস্টমিনস্টার অ্যাবেতে আমন্ত্রণ পেয়েছেন। যদিও তিনি সেখানে যাননি। তবে, ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দিয়েছেন ইতিমধ্যেই তাঁর এ কীর্তি প্রশংসিত হয়েছে। পেয়েছেন শংসাপত্র। পেয়েছেন শুভেচ্ছাবার্তা। তিন বিদেশি বিশ্ববিদ্যালয়ের পাঠ নেওয়া মেয়ের অসামান্য কৃতিত্বে গর্বিত পরিবার ও পাড়া-প্রতিবেশীরা।
❤ Support Us