Advertisement
  • ভা | ই | রা | ল মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ৮, ২০২৩

‌ওভাল গ্যালারিতে বিজেপি–র পতাকা !‌ সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
‌ওভাল গ্যালারিতে বিজেপি–র পতাকা !‌ সমালোচনায় উত্তাল সোশ্যাল মিডিয়া

ইংল্যান্ডে যে বিশাল সংখ্যক প্রবাসী ভারতীয় রয়েছে, সেদেশের মাটিতে ভারতের খেলা থাকলেই সেটা স্পষ্ট হয়ে ওঠে। যে কোনও ম্যাচে প্রতিপক্ষর দর্শকদের তুলনায় ভারতীয় সমর্থক বেশি দেখা যায়। এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচেও। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিনে প্রচুর ভারতীয় দর্শক ওভালে হাজির ছিলেন। অবাক করার বিষয়, জাতীয় পতাকার পরিবর্তে এক দর্শকের হাতে বিজেপি–র পতাকা ধরা ছিল। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় দারুণ ভাইরাল হয়েছে।

দেয়ের জাতীয় পতাকার পরিবর্তে বিজেপি–র পতাকা?‌ এই ব্যাপারে নেটিজেনকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। কেউ কেউ জাতীয়তাবাদ নিয়ে গর্বিত হওয়ার কথা বলেছেন, অন্যরা আবার এটাকে দুর্ভাগ্য হিসাবে তুলে ধরেছেন। একজন লিখেছেন, ‘‌ওভালে দেখা গেছে:‌ ভারত বনাম বিজেপি–র লড়াই!‌’ আর একজন লিখেছেন, ‘‌ভারত যদি হারে, তাহলে আমরা বুঝব এই হারের কারণ কী। অবিলম্বে স্টেডিয়ামলপরিষ্কার করা দরকার।’‌ আর নেটিজেন লিখেছেন, ‘‌অবিলম্বে প্রচুর পরিমানে গোমুত্র রপ্তানি করতে হবে গোটা স্টেডিয়াম পরিস্কার করতে।’‌
তবে ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল শুরু হওয়ার আগে একটা মর্মস্পর্শী ছবি দেখা গেছে। ভারত ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ওডিশা ট্রেন দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানাতে ফাইনাল শুরুর আগে কালো আর্মব্যান্ড পরে এক মিনিট নীরবতা পালন করেন।


  • Tags:
❤ Support Us
আশ্রয় গ | ল্প রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি। পর্ব ১২ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
হিরণবালা । পর্ব ১২ ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!