- দে । শ
- নভেম্বর ১, ২০২২
ব্রাজিলে লুলাকে রুখতে গণবিক্ষোভ
৩৪২ এলাকায় লরিচালকদের পথ অবরোধ। বিক্ষোভের পেছনে কে ? পরাজিত বোলসোনারো

লাতিন আমেরিকায় উদারপন্থী কমিউনিস্টদের শক্তি বাড়ছে। বিশেষ করে ব্রাজিল, পেরু আর আর্জেন্টিয়ায়।ব্রাজিলে, জেলে আটক বামপন্থী লুইজ ইনাসিও লুলা দা সিলভা ডানপন্থী প্রতিদ্বন্দ্বী বলসোনারোকে হারিয়ে জয়ী হয়েছেন। লুলা পেয়েছেন ৫০.৯ শতাংশ ভোট, আর বলসোনারো ৪৯.১ শতাংশ। ভোটে তফাৎ যৎসামান্য হলেও ক্ষমতাসীন বলসোনারোর পরাজয় গুরুত্বপূর্ণ। তিনি জনরায় মেনে নিয়েছেন, কিন্তু তাঁর সমর্থকেরা লুলাকে আটকাতে রাস্তায় নেমে পড়েছেন। দফায় দফায় রাস্তা অবরোধ করেছেন। পুলিস বলেছেন, ব্রাজিলের ৩৫২ টি এলাকায় রাস্তা অবরোধের ঘটনা ঘটেছে। বিশেষ করে দেশের দক্ষিনাঞ্চলে। সোমবার ভোটের ফল চূড়ান্তভাবে ঘোষিত হবার পর থেকে লরিচালকেরা রাস্তা আটকে যান চলাচল ব্যহত করে দেন। পুলিস দ্রুত হস্তক্ষেপ করে।
রাস্তা অবরোধের পেছনে বলসোনারোর কোনও অঘোষিত কারসাজি আছে না নেই, তা সুনিশ্চিত নয়। তিনি আরও দুমাস ক্ষমতায় থাকতে পারবেন। পরে ব্রাজিলের আইন অনুযায়ী তাঁকে লুলার হাতে শাসনের ভার তুলে দিতে হবে।লুলার দ্বিতীয় যাত্রার গন্ডগোলের বিস্তার উদ্বেগজনক। আগামী দুমাসে অনেক অঘটন ঘটে যেতে পারে। লুলাকে জেলে আটকে রাখার চেষ্টা হবে। ব্রাজিলের সুপ্রিম কোর্ট নিরপেক্ষতা বজায় রাখছে। অবরোধ অবিলম্বে তুলে দেবার নির্দেশ দিয়েছে পুলিসকে। মঙ্গলবার সর্বোচ্চ আদালতের বিচারক বলেছেন, রাস্তা অবরোধ করলে প্রতি ঘন্টায় ১৯,৩০০ ডলার জরিমান দিতে হবে।
আত্মসাৎ ও অন্যান্য কেলেঙ্কারীর অভিযোগে লুলাকে জেলবন্দী করে রাখা হয়।জেলের ভেতর থেকে তাঁকে ভোটে লড়তে হয়। তাঁর বিরুদ্ধে যেসব মামলা রয়েছে, সেসবের নিষ্পত্তি হয়নি।রায় তাঁর বিরুদ্ধে গেলে ক্ষমতায় ফেরা কিংবা টিঁকে থাকা অসম্ভব হয়ে উঠবে।তাঁর শপথ নেওয়ার কথা ১ জানুয়ারি ২০২৩। ইতিমধ্যে নানা ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। বলসোনারো চুপ করে বসে থাকার লোক নন। পেছন থেকে কলকাঠি নাড়বেন। লরি চালকদের পথ অবরোধ, পরাজিত বালসোনারো সমর্থকদের বিক্ষোভেই অশনি সঙ্কেত দেখা যাচ্ছে। বিশ্বজনমত লুলার পাশে। তাঁর জয়কে স্বাগত জানিয়েছে ভারত, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। লুলার প্রতি আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধির কারণ তাঁর উদারপন্থী নব্য কমিউনিজম। এই পথ পুঁজিবাদ আর সাম্যবাদের মধ্যে প্রত্যাশিত সেতু গড়তে পারে। এটাই ভবিষ্যতের আলোকবর্তিকা
❤ Support Us