শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
পথ দুর্ঘটনায় যাঁরা প্রাণ হারাবেন, তাঁদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের অঙ্ক এক ধাক্কায় আট গুণ বাড়িয়ে দেওয়া হল। পাশাপাশি আহতদের ক্ষেত্রেও চার গুণ বাড়ান হচ্ছে সরকারি সাহায্য। গত রবিবার এক বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রক ।
এতদিন পর্যন্ত হিট অ্যান্ড রান কেসে নিহত ও আহতদের পরিজনদের আর্থিক ক্ষতিপূরণ হিসাবে যথাক্রমে ২৫ ও সাড়ে ১২ হাজার টাকা করে দেওয়া হত। এবার থেকে তা বেড়ে হল দু’লক্ষ এবং ৫০ হাজার টাকা। যা কেন্দ্রের বড়সড় পদক্ষেপ বলেই মনে করছে রাজনৈতিক মহল। এর আগে গত ২৫ ফেব্রুয়ারি একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল এর জন্য তৈরি করা হয়েছে একটি তহবিল। যেখান থেকে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হবে। চলতি বছর ১ এপ্রিল থেকে এই নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
গত বছর কেন্দ্রীয় রিপোর্ট অনুযায়ী, ২০১৯ সালে শুধু রাজধানী দিল্লিতেই হিট অ্যান্ড রান কেসে মৃত্যু হয়েছিল ৫৩৬ জনের। আহত হয়েছিলেন ১,৬৫৫ জন। এছাড়া ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বা এনসিআরবির তথ্য অনুযায়ী, ২০২০ সালে দেশজুড়ে সাড়ে তিন লাখেরও বেশি দুর্ঘটনা হয়েছে। যাতে ১ লক্ষ ৩৩ হাজার ২০১ জন প্রাণ হারিয়েছিলেন। সেই সঙ্গে ৩ লক্ষ ৩৫ হাজার ২০১ জন আহত হয়েছিলেন।
মোদি সরকারের এই পদক্ষেপে দুর্ঘটনায় কবলিত আহত ও নিহত ব্যক্তির পরিজনরা সাময়িক ভাবে খানিকটা হলেও উপকৃত হবেন ।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34