Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • আগস্ট ১৬, ২০২৩

ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্ম অবমাননার অভিযোগে পাকিস্তানের ফয়সালাবাদে গির্জায় হামলা

বুধবার, ১৬ আগস্ট,  সকালে ফয়সালাবাদের জরানওয়ালা এলাকার একটি স্থানীয় খ্রিস্টান উপনিবেশে লাঠি ও লাঠিসোঁটা নিয়ে সশস্ত্র কয়েকশ’ লোক হামলা চালায় এবং স্থানীয় বাসিন্দার দ্বারা সংঘটিত ধর্ম অবমাননার দাবি করায় একটি গির্জা ও আশেপাশের ভবনগুলো ভাংচুর করে।

এর ফলো যে এলাকায় হামলা হয়, সেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সশস্ত্র জনতা রাস্তায় ঘোরাঘুরি করায় আতঙ্কে স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। স্থানীয়দের ভিডিও এবং মেসেজের মাধ্যমে ছড়িয়ে যায় যে স্থানীয় দুই খ্রিস্টান বাসিন্দা রকি ও রাজা বলছে মসজিদের লাউডস্পিকারগুলি ধর্মগ্রন্থের অপমান করার জন্য ব্যবহার করা হচ্ছিল।

যদিও পুলিশের একটি বড় বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে এবং জনতাকে আশ্বস্ত করেছে যে সন্দেহভাজনদের গ্রেপ্তার করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তবে তার পরেও জনতা ওই খ্রিস্টান কলোনীতে আক্রমণ করতে এগিয়ে যায়। এলাকার খ্রিস্টান বাসিন্দারা এলাকা ছেড়ে পালিয়ে গেছে বলে মনে হচ্ছে।

খ্রিস্টান উপনিবেশের স্যালভেশন আর্মি চার্চটি এলাকার প্রাচীনতম গির্জাগুলির মধ্যে একটি। ২৯৫-এর সি ধারায় ধর্মগ্রন্থের অবমাননা করার অভিযোগে একটি এফআইআর নথিভুক্ত করা হলেও, এলাকার পরিস্থিতি উত্তেজনাপূর্ণ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!