Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জানুয়ারি ২৪, ২০২৪

“আজ মরেই যেতাম, মাথা এখনও টনটন করছে”, নিজের মুখেই মুখ্যমন্ত্রী জানালেন তাঁর পথ দুর্ঘটনার কথা

আরম্ভ ওয়েব ডেস্ক
“আজ মরেই যেতাম, মাথা এখনও টনটন করছে”, নিজের মুখেই মুখ্যমন্ত্রী জানালেন তাঁর পথ দুর্ঘটনার কথা

বুধবার সন্ধ্যায় রাজভবনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে বেরিয়ে তিনি জানান, বর্ধমান থেকে সভা সেরে ফেরার সময় কি ভাবে দুর্ঘটনাটি ঘটেছে। তিনি বলেন, এই দুর্ঘটনায় তাঁর মৃত্যুও হতে পারত। একটি গাড়ি ২০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে তাঁর কনভয়ে ঢুকে পড়েছিল। যে কারণে তাঁর চালক ব্রেক কষতে বাধ্য হন। তাতেই তাঁর মাথায় লাগে, এখনও তাঁর মাথা টনটন করছে।

রাজভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যপালের সঙ্গে তাঁর সদর্থক বৈঠক হয়েছে। তার পরেই তাঁকে দুর্ঘটনা সংক্রান্ত প্রশ্ন করা হয়। তৃণমূলনেত্রীর মাথায় ছোট ব্যান্ডেজ বাধা ছিল। তিনি বলেন, ‘‘একটা গাড়ি আমার কনভয়ে আচমকা ঢুকে পড়ে। ২০০ কিলোমিটার বেগে ওই গাড়িটা যাচ্ছিল। আমার চালক জোরে ব্রেক কষে। পুরো ড্যাশবোর্ডটা এসে আমার মাথায় লেগেছে। মাথাটা এখনও টনটন করছে। তাই নিয়েই কাজ করলাম। আমার গাড়ির কাচ খোলা ছিল। যদি কাচ বন্ধ থাকত, আমার মৃত্যু হতে পারত। কাচ ভেঙে ড্যাশবোর্ড-সহ আমার সারা গায়ে ঢুকে যেত। মানুষের আশীর্বাদে বেঁচে গিয়েছি। আমি ওষুধ খেয়েছি। আপাতত হাসপাতালে যাচ্ছি না। আমার হালকা ঠান্ডাও লাগছে। এখন একটু বাড়ি যাচ্ছি।’’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!