Advertisement
  • এই মুহূর্তে ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ৪, ২০২৩

“রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবসায়ীদের এবং তাঁর পরিবারকে হয়রান কর হচ্ছে এজেন্সি দিয়ে”, বললেন মুখ্যমন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
“রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবসায়ীদের এবং তাঁর পরিবারকে হয়রান কর হচ্ছে এজেন্সি দিয়ে”, বললেন মুখ্যমন্ত্রী

“সমস্ত ব্যবসায়ীদের হয়রান করছে এজেন্সি। কাউকে ছাড়ছে না। এমন কি আমার পরিবারকেও ছাড়া হচ্ছে না। অথচ আমি কারও কাছ থেকে এক পয়সা নিই না, কারও কাছ থেকে কাপ চা খাই না। আমি ব্যবসায়ীদের বলব এই রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে আপনারা আইনি ব্যবস্থা নিতে পারেন”, সোমবার ধনধান্য স্টেডিয়াম থেকে রিয়েল এস্টেট কনক্লেভের অনুষ্ঠান মঞ্চ থেকে এই মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এই প্রসঙ্গে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “এই রাজ্যের ব্যবসায়ীদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।”
সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দুর্নীতির সঙ্গে অন্যদের জড়িয়ে দিতে চাইছেন কেন? আমরা বলছি না কেন্দ্রের সরকার ভালো তবে তৃণমূলনেত্রী তো এক সময় তাদের সঙ্গে ছিলেন। এখন তিনি বলছেন, অভিষেককে গ্রেফতার করা হবে বলে ওনাকে না কি কে এসএমএস করেছেন। আসলে উনি তো গ্রেফতারির খবর আগাম পান। আগেও যাদের গ্রেফতারির কথা বলোছেন, তাঁদের গ্রেফতার করা হয়েছে, এংন অভিষেকের কথা বলছেন। তিনি কেন বলছেন কারও কাছ থেকে এক পয়সা নেননি, কারও কাছ থেকে এক কাপ চা খাননি!”
মুখ্যমন্ত্রী এদিন বলেন, “এই রাজ্যে রিয়েল এস্টেট ব্যবসা গত ১২ বছরে অনেক উন্নতি করেছে। আমি আপনাদের বলছি আপনারা সাধারণের জন্য সাধ্যের মধ্যের দামে ফ্ল্যাট বানান, যাতে সাধারণ মানুষের সেই ফ্ল্যাট কেনার ক্ষমতা থাকে। তবে কিছু ভালো প্রমোটর যেমন আছেন তেমন কিছু খারাপ প্রমোটর বছেন, যাঁরা মানুষের কাছ থেকে টাকা নিয়ে ফ্ল্যাট দিচ্ছেন না।” মুখ্যমন্ত্রী এই অসাধু প্রমোটরদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ কমিশনার এবং রিয়েল এস্টেট পরিচালন সংস্থা ক্রেডাই-এর প্রতি নির্দেশ দেন।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!