- প্রচ্ছদ রচনা
- জানুয়ারি ১৮, ২০২২
বাঁটুল দ্য গ্রেট-এর স্রষ্টা নারায়ণ দেবনাথ প্রয়াত।

প্রবীণ কার্টুনিস্ট, বাঁটুল, হাঁদা-ভোঁদাদের স্রষ্টা নারায়ণ দেবনাথ চলে গেলেন । বয়স হয়েছিল ৯৭। মঙ্গলবার সকালে তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে । কলকাতার এক বেসরকারি হাসপাতালে সকাল ১০টা ১৫ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর প্রয়াণের খবরে শোকাহত অসংখ্য অনুরাগী।
কেবল সাংস্কৃতিক অলীন্দে সীমাবদ্ধ ছিল না তাঁর খ্যাতি। তিনি বাস করতেন আম জনতার হৃদয়ে । তাঁর মৃত্যুতে বাঙালি হারাল এক অজেয় স্রষ্ঠাকে ।
গত শতাব্দীর পাঁচের দশক থেকে তাঁর আঁকার সঙ্গে বাঙালি পরিচিত । তাঁর অলঙ্করণ ছাড়া ‘শুকতারা’-র পাতা ভাবাই যায় না। শৈল চক্রবর্তী, প্রতুল বন্দ্যোপাধ্যায়ের মতো শিল্পীদের সঙ্গে রাতারাতি তিনিও পাঠকের আপনজন হয়ে ওঠেন ।শুকতারার সম্পাদকের অনুরোধে ষাটের দশকে ‘হাঁদা ভোঁদা’-র চিত্রাঙ্কন শুরু । কিছুদিন পর ‘বাঁটুল দি গ্রেট’-এর আবির্ভাব । এরপর ‘নন্টে ফন্টে’, ‘বাহাদুর বেড়াল’- ‘শুঁটকি আর মুটকি’, ‘পটলচাঁদ দ্য ম্যাজিশিয়ান’, ‘গোয়েন্দা কৌশিক রায়’-রাও এর মতো অনবদ্ধ কাহিনী-চিত্র ক্ষুদে-বড় সব পাঠককে মুগ্ধ করে রাখে। তাঁর হাতের তুলিতে ছিল জাদুদণ্ড । যা সম্মোহিত করে রেখেছে বাংলার শৈশবকে । নারায়ণ দেবনাথের মৃত্যুশোক কালক্রমে বাঙালির স্মরণ-সুখ হয়ে উঠবে।
❤ Support Us