- এই মুহূর্তে
- জুন ১৩, ২০২২
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির তোয়াক্কা না করে আবার বিক্ষোভ, জ্বলছে টায়ার, স্তব্ধ চাকা
হজরত মহম্মদকে নিয়ে বিতর্কের জের, সকাল থেকে বারাসতে রেল অবরোধ

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সত্ত্বেও নূপুর শর্মার মন্তব্য বিতর্কের জেরে অশান্তি অব্যাহত বঙ্গে। সোমবার সকাল থেকে উত্তর ২৪ পরগনার বারাসতে রেল অবরোধ শুরু হয়েছে। বারাসতের কাজিপাড়ার কাছে রেললাইনে আগুন জ্বালিয়ে প্রতিবাদে নেমেছেন একদল বিক্ষোভকারী । সকাল থেকেই ব্যাহত শিয়ালদহ-হাসনাবাদ শাখার ট্রেন চলাচল। সপ্তাহের প্রথম কাজের দিন এই অবরোধের ফলে চূড়ান্ত সমস্যায় নিত্যযাত্রীরা । বিকল্প পথে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করতে তাঁদের । রেল অবরোধের জেরে সড়কপথেও চাপ বাড়ে। অনেকেই বেশি ভাড়া দিয়ে ওলা-উবের করে রওনা দেন । প্রায় আধঘণ্টা পর বারাসত থানার পুলিশ অবরোধ তুলে দেয়। সপ্তাহের প্রথম দিনে এমন সমস্যার সম্মুখীন হয়ে রিতীমতো ক্ষিপ্ত নিত্যযাত্রীরা।
হজরত মহম্মদকে নিয়ে দিল্লির বিজেপি নেতানেত্রীদের বিতর্কিত মন্তব্য নিয়ে প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়ছে সর্বত্র। হাওড়ার বিভিন্ন অংশে রেল, রাস্তা অবরোধের পর রবিবার অশান্তি ছড়িয়েছিল নদিয়ায় । বেথুয়াডহরি থানার কাছে বিক্ষোভ মিছিলে কয়েকহাজার মানুষ শামিল হন। বিক্ষোভে অবরুদ্ধ হয়ে যায় রাস্তা। সেখান থেকেই ইট -পাটকেল ছোঁড়া হয় বলে অভিযোগ। এরপর বিক্ষুব্ধরা বেথুয়াডহরি স্টেশনে পৌঁছে রানাঘাট-লালগোলা মেমু ট্রেনে চড়াও হয়ে ভাঙচুর চালায় বলে অভিযোগ। বিভিন্ন স্টেশনে অশান্তির জেরে আটকে পড়ে দূরপাল্লার ট্রেন। পরে রেল পুলিশের সাহায্যে অবরোধ ওঠে। তবে সোমবার সকালেও নদিয়ার বিভিন্ন জায়গায় অশান্তির আঁচ পড়েছে বলে জানা গেছে।
এর আগে হাওড়ার উলুবেড়িয়া, বাগনান-সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধের জেরে জনজীবন ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় মুখ্যমন্ত্রী অবরোধকারীদের উদ্দেশে কড়া বার্তা দিয়েছিলেন। নবান্ন থেকে জানিয়েছিলেন, আন্দোলন করতে হলে দিল্লি যান। এখানে অবরোধ করে সাধারণ মানুষের সমস্যা তৈরি করবেন না। দোষ করবে বিজেপি আর সাজা পাবে সাধারণ মানুষ ? তাঁর সেই হুঁশিয়ারিতে যে বিশেষ কাজ হয়নি, তা ধারাবাহিকভাবে বিক্ষিপ্ত অবরোধের ঘটনাতেই স্পষ্ট।
❤ Support Us