Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • মে ৭, ২০২২

কান্ট্রি অফ অনার : কান চলচ্চিত্রে বিশেষ সম্মান ভারতের, দেখানো হবে সত্যজিতের ‘প্রতিদ্বন্দ্বী’।

আগামী ১৭ মে শুরু হবে উৎসব। চলবে ২৮ মে পর্যন্ত।

কান্ট্রি অফ অনার : কান চলচ্চিত্রে বিশেষ সম্মান ভারতের, দেখানো হবে সত্যজিতের ‘প্রতিদ্বন্দ্বী’।

২ মে সত্যজিৎ রায়ের ১০১ তম জন্মবার্ষিকী পালন করেছে বিশ্ব সিনেপ্রমীরা। এবার তাঁকে সম্মান জানাতে ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে রাখা হচ্ছে ‘ইন্ডিয়া অ্যাস কান্ট্রি অফ অনার’ নামক একটি বিশেষ বিভাগ । যেখানে প্রদর্শিত হবে সত্যজিৎ রায় নির্মিত কলকাতা-ত্রয়ীরপ্রথম ছবি ‘প্রতিদ্বন্দ্বী’ (১৯৭০) ।কান চলচ্চিত্র উৎসব কমিটির পক্ষ থেকে জানিয়েছে, এনএফডিসি অর্থাৎ ন্যাশনল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়ার উপস্থাপনায় ‘প্রতিদ্বন্দ্বী’ ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশনের অধীনে পুনরুদ্ধার করা হয়েছে । ৩৫ এমএম ক্যামেরার নেগেটিভ ARRISCAN XT-র ফোর কে-তে স্ক্যান করা হয়েছে এই ছবি। যদিও সিনেমাটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী ১৭ মে শুরু হবে উৎসব। চলবে ২৮ মে পর্যন্ত ।

১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমাটি কিংবদন্তি লেখক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখার ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে। ছবিটি মুক্তির পর জাতীয় পুরস্কার লাভ করে। ১৯৭০ সালে মুক্তি পেয়েছিল ‘প্রতিদ্বন্দ্বী’ । মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন ধৃতিমান চট্টোপাধ্যায়, জয়শ্রী রায়, কৃষ্ণা বসু, বিপ্লব চট্টোপাধ্যায়, মিস শেফালী। ষাটের উত্তাল সময়ের সামাজিক এবং রাজনৈতিক প্রেক্ষাপটকে সামনে রেখে তৈরি এই ছবি আজও দর্শকের মনে গভীর অনুভূতি তৈরি করে। বর্তমান রাজনৈতিক মূল্যবোধের অবক্ষয়ের সামনে আজও এসে দাঁড়ায় ‘প্রতিদ্বন্দ্বী’ । বেকারত্ব, দারিদ্র, অপক্ষয়—অদ্ভুত অসহনীয় পরিস্থিতি ধরা পড়েছিল সত্যজিৎ রায়ের ক্যামেরায় । সিনেমার নায়ক অর্থাৎ সিদ্ধার্থের অস্থিত্ব টিকিয়ে রাখার লড়াই, চাকরি খোঁজার সংগ্রাম, মানসিক টানাপোড়েন, ওঠানামা পাঁচ দশক পরেও প্রাসঙ্গিক থেকে গেছে।

কান চলচ্চিত্র উৎসবের মধ্যে দিয়েই সত্যজিৎ রায় বিশ্বনন্দিত হয়েছিলেন। তাঁর প্রথম ছবি ‘পথের পাঁচালি’ ১৯৫৬ সালে কানে প্রতিযোগিতা বিভাগে মনোনীত হয় এবং সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। এরপর কান চলচ্চিত্রে একাধিকবার মনোনীত হয়েছে সত্যজিৎ রায়ের ছবি। এবছরও এর অন্যথা হল না। সেই সঙ্গে ২০২২ সালে ৭৫ কান চলচ্চিত্র উৎসবে ভারতকে ‘কান্ট্রি অফ অনার’ সম্মান দেওযা হচ্ছে।

‘প্রতিদ্বন্দ্বী’ ছাড়াও হলিউড ক্লাসিক ‘সিঙ্গিং ইন দ্য রেন’ ছবিটিও ফোর কে রোস্টোরেশন করা হয়েছে । একই সঙ্গে জঁ উস্তাশের ‘দ্য মাদার অ্যান্ড দ্য হোর’ , জিন কেলি এবং স্ট্যানলি ডোনেনের ‘সিঙ্গিং ইন দ্য রেইন’, অরসন ওয়েলসের ‘দ্য ট্রায়াল’ এবং অরবিন্দ গোবিন্দের ‘থাম্প’-এর মতো একাধিক কালজয়ী ছবির রেস্টোরেশন ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে এই উৎসবে।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!