- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মার্চ ৩, ২০২৩
এবার অস্কার মঞ্চে দীপিকার আলো
২০২৩ সালের ১২ মার্চ, ভারতীয় সময় অনুযায়ী মার্চের ১৩ তারিখ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে অস্কার প্রদান অনুষ্ঠানে পুরস্কার প্রদানকারী হিসেবে থাকছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন । দীপিকার এই সাফল্যের জেরে ভারতের বিনোদন জগতের মুকুটে যুক্ত হল আরেকটি পালক ।
Meet your first slate of presenters for the 95th Oscars.
Tune into ABC to watch the Oscars LIVE on Sunday, March 12th at 8e/5p! #Oscars95 pic.twitter.com/U87WDh88MR
— The Academy (@TheAcademy) March 2, 2023
দীপিকা দেশের মুখ উজ্জ্বল করেছেন এর আগেও।২০২২ এর ফুটবল বিশ্বকাপের সূচনা অনুষ্ঠানেও উপস্থিত থেকে নজর কেরেছিলেন বিশ্ববাসীর। জুরি হিসেবে ছিলেন ২০২২ এর কানসেও। ভারতীয় এই অভিনেত্রী ইতিমধ্যেই বহুজাতিক পণ্যের মুখ্য বিপনন মুখ হিসেবে আন্তর্জাতিক মানচিত্রে জায়গা তৈরি করে নিয়েছেন । বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ছাড়া আসন্ন অস্কার প্রদান অনুষ্ঠানে আরও যাঁরা উপস্থাপক কিংবা উপস্থাপিকা হিসেবে কাজ করবেন তাঁদের মধ্যে ভারতীয় একমাত্র দীপিকাই । তালিকায় থাকা বাকি নামগুলির মধ্যে অনেকেই হলিউডের নাম করা সেলিব্রিটি । যেমন রয়েছেন রিজ আহমেদ, এমিলি ব্লান্ট কিংবা মাইকেল বি জর্ডানের মতো একঝাঁক হলিউড সেলিব্রিটি ।
Le JURY au complet pour les Marches du 75e Anniversaire du Festival de Cannes✨
–
The JURY on Red Steps for the 75th Anniversary of the Festival! 🥳#Cannes2022 pic.twitter.com/HkBONfZKqp— Festival de Cannes (@Festival_Cannes) May 24, 2022
এস এস রাজামৌলি পরিচালিত ভারতীয় ছবি আরআরআর-এর ছবির একটি গানের সঙ্গে নাচের দৃশ্য সম্পূর্ণ নিজস্ব সেরা সঙ্গীত হিসেবে মনোনয়ন পেয়েছে । চলতি বছরের জানুয়ারিতে ছবির ‘নাটু নাটু’ গান গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে সেরা সঙ্গীত হিসেবে । চলতি বছরে অস্কারের দৌড়ে সেরা ডকুমেন্টরি ফিচার ছবি হিসেবে মনোনয়ন পেয়েছে শৌনক সেন পরিচালিত ছবি ।
The World Cup trophy has arrived! 🔥
In the picture: Iker Casillas (Spanish Legend) and Deepika Padukone (Bollywood Actress) pic.twitter.com/5RWayEhsJ4
— FC Barcelona Fans Nation (@fcbfn_live) December 18, 2022
আরআরআর ছবির যে গানটি তুমুল জনপ্রিয়তা লাভ করেছে, সেটি নৃত্য সহযোগে পরিবেশিত হবে অস্কারপ্রদান অনুষ্ঠানের মঞ্চে । এনিয়ে অস্কার প্রদান অনুষ্ঠানে দ্বিতীয়বার পরিবেশিত হতে চলেছে ভারতীয় সঙ্গীত । ২০০৯ সালে বিশিষ্ট ভারতীয় সুরকার এ আর রহমানের অনবদ্য সৃষ্টি ‘জয় হো’ গানটি পরিবেশিত হয়েছিল । ‘আরআরআর’ ছবি রিলিজের পর থেকে তুমুল জনপ্রিয়তা অর্জন করা ‘নাটু নাটু’ গান পরিবেশন করবেন দুই ভারতীয় শিল্পী রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব ।
❤ Support Us