Advertisement
  • ভা | ই | রা | ল
  • আগস্ট ১, ২০২৩

দুর্যোগেও অক্ষত দাম্পত্যের নিবিড় বন্ধন

আরম্ভ ওয়েব ডেস্ক
দুর্যোগেও অক্ষত দাম্পত্যের নিবিড় বন্ধন

জলে ডুবছে জাহাজ। আর তারই এক কেবিনে একে অপরকে জড়িয়ে মৃত্যুর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বৃদ্ধ দম্পতি। ‘টাইটানিক’ ছবি যাঁরা দেখেছেন, এ দৃশ্যের সঙ্গে তাঁরা মোটামুটি প্রায় সকলেই পরিচিত। পুরোপুরি এক না হলেও সিনেমার এই ঘটনারই প্রতিরূপ দেখা গেল ফিলিপাইনসে। প্রবল প্রাকৃতিক দুর্যোগে দেশের স্বাভাবিক জনজীবন যখন বিপর্যস্ত, সে মুহুর্তেই পাত্র পাত্রী এক অপরকে দৃঢ়ভাবে আলিঙ্গন করে গ্রহণ করলেন আজীবন এক সঙ্গে চলার অঙ্গীকার। অতিনাটকীয় মনে হলেও একথাই এখন সত্য পাউলো প্যাডিলা ও মের দাম্পত্য জীবনে।

ফিলিপাইনসে এখন ঘোর বর্ষার সময়। সেই সঙ্গে আসা টাইফুন ঝড বৃষ্টির পরিমাণ অনেক বাড়িয়ে দিয়েছে। কয়েকদিন ধরেই সমগ্র দেশে চলছে অঝোরে বর্ষণ ও ঝোড়ো হাওয়া। যে কারণে দেশের নানা প্রান্ত এখন জলমগ্ন। বন্যার জলে ভেসে চলেছে একাধিক গাড়ি। বহু বাড়ির মধ্যেই ঢুকে পড়েছে জল। এসবের কোনো কিছুকেই অবশ্য পাত্তা দেয়নি বুলাকান প্রদেশের পাউলো ও তাঁর সঙ্গী মে। নিজেদের ঘরবাড়ি প্লাবনে ভেসে গিয়েছে। এমন পরিস্থিতিতেও স্থানীয় গির্জায় উপস্থিত হয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন তাঁরা। সেকাহ তাঁদের বিয়ের পোষাক ভিজে যাচ্ছে তাও একে অপরকে ছেড়ে যেতে তাঁরা  নারাজ। তাঁদের কথায়,  পরিস্থিতি যাই হোক, যাঁরাই আসুক বা না আসুক নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবেনই। প্রেমের এমন নজির আজকের দিনে বড়োই বিরল।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage block publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!