- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ১, ২০২৩
কিস্তিমাত চিনের ! রুদ্ধশ্বাস লড়াইয়ে রাশিয়াকে হারিয়ে বিশ্ব সেরা লিরেন

চিত্র : সংবাদ সংস্থা
ম্যাগনাস কার্লেসেনের দীর্ঘদিনের একচেটিয়া রাজত্ব শেষ হল। দশ বছর পর চিনের ডিং লিরেনের হাত ধরেই নতুন বিশ্ব সেরাকে খুঁজে পেল দাবার জগত। দেশের ক্রীড়া ইতিহাস নারীরা পূর্বে দাপটের সঙ্গে রাজত্ব করলেও কোনো পুরুষের এমন কীর্তি এই প্রথম ।
এপ্রিলের শেষ দিনে কাজাখস্তানের আস্তানায় বসেছিলেন বিশ্ব দাবার লড়াইয়ের চূড়ান্ত পর্বের আসর। মুখোমুখি লড়াইয়ে নেমেছিলেন রাশিয়ার নেপোমনিয়াচতচিকে ও চিনের ডিং লিরেন। ১৪ রাউণ্ডের খেলায় প্রথম থেকেই ছিল টানটান উত্তেজনা। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছেড়ে দিতে প্রস্তুত নন। শেষ পর্যন্ত ৭-৭ পয়েণ্টে প্রথম পর্বের খেলা শেষ হয়। তবে,যেহেতু খেলার নিয়ম অনুযায়ী শ্রেষ্ঠত্বের শিরোপা পাবেন একজনই । তাই শুরু হয় ২৫ মিনিটের র্যাপিড ফায়ার প্লে অফ। প্রথম তিন গেমে ড্র হলেও চতুর্থ বারে নিষ্পত্তি হয় খেলার। জয়ের মুকুট মাথায় পড়েন চিনের খেলোয়াড়।
দাবার বিশ্বচ্যাম্পিয়নশিপে ছিলেন দিং-এর সাফল্য ভীষণভাবে অপ্রত্যাশিতই ছিল। রুশ -ইউক্রেন যুদ্ধ শুরু হওইয়ার পর দাবাড়ু সের্গেই কারিয়াকিন রাশিয়ার আক্রমনের পক্ষে দাঁড়িয়েছিলেন। প্রকাশ্যেই মত ব্যক্ত করেছিলেন ভ্লাদিমির পুতিনের রাশিয়া সম্পর্কে । যা নিয়ে বিস্তর জলঘোলা হয়য়। ক্রমাগত বিতর্কিত বিবৃতি দেওয়্যার কারণে তাকে টুর্নামেণট থেকে সরাতে বাধ্য হয় আন্তর্জাতিক দাবা ফেডারেশন। পরিবর্তে অন্তিম পর্যায়ে নেপোমনিয়াচতচিকের রানার্স হিসেবে সুযোগ পান চিনের লিরেন। শুধু তাই নয়, ২০২০ সালের জানুয়ারি মাসের পর থেকে বড়ো কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ তিনি নেননি । তাই সেদিক থেকে দেখলে, বিজয়ীর শিরোপা প্রাপ্তি অভাবনীয় তো বটেই। চিনের মেয়েরা দাবার ক্ষেত্রে ছেলেদের তুলনায় অনেক এগিয়ে । বিশ্ব চ্যাম্পিয়নের যে খেতাব তাঁদের রয়েছে। এক্ষেত্রে তা নিজেদের কাছে রাখার লড়াইয়ে জুলাই মাস থেকে নামতে হবে তাঁদের।
❤ Support Us