Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২, ২০২১

পুলিশের অভিনব উদ্যোগ, কালীপুজোয় বিধি মানলে নগদ পুরষ্কার

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশের অভিনব উদ্যোগ, কালীপুজোয় বিধি মানলে নগদ পুরষ্কার

সংক্রমণে লাগাম পরাতে অভিনব উদ্যোগ নিল বারাসাত পুলিশ। সমস্ত মণ্ডপে ১৪টি নিয়ম বেঁধে দিয়েছে পুলিশ। আর তা মানলে মিলবে নগদ পুরষ্কারও। এটাই অভিনব পদক্ষেপ।

কী সেই ১৪টি নিয়ম? এই বিষয়ে পুলিশ সুপার রাজ নারায়ণ মুখোপাধ্যায় জানান, শব্দবাজি ফাটানো যাবে না, মণ্ডপ উদ্বোধন করতে হবে ভার্চুয়ালি, খোলা রাখতে হবে মণ্ডপের তিনদিক, দর্শনার্থীরা দর্শন করতে প্রত্যেকের মুখে মাস্ক পরতে হবে, মণ্ডপের ভিতরে স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে, মণ্ডপের প্রবেশ এবং বাহির দু’টি আলাদা করতে হবে–সহ নানা নিয়ম মানতে হবে। তাহলেই তাদের মধ্যে থেকেই আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বেছে নেব।

উল্লেখ্য, রবিবার স্বাস্থ্য দফতর যে বুলেটিন প্রকাশ করেছে সেখানে উত্তর ২৪ পরগনায় আক্রান্ত হয়েছেন ৯৪ জন। সোমবার আক্রান্তের সংখ্যা ১৪৪ জন। মৃত্যু হয়েছে দু’‌জনের। করোনাভাইরাসের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ডেঙ্গি। সেখানেও উত্তর ২৪ পরগণা জেলায় ডেঙ্গি রোগীর সংখ্যা ৫০০ ছাড়িয়েছে। তাই উদ্বেগ বেড়েছে পুলিশ প্রশাসনের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!